Gold Price Today: অবশেষে সোনার দামে স্বস্তি, শনিবার অনেকটা সস্তা হল হলুদ ধাতু

Gold and Silver Price Today: পরপর তিনদিন ধরে দাম বাড়ছিল সোনার। এই সপ্তাহেই রেকর্ড ভেঙেছিল সোনার দর। বিয়ের মরসুমে এই দামবৃদ্ধিতে মাথায় হাত পড়ে ক্রেতাদের। এই আবহে শনিবার অনেকটা সস্তা হল সোনা।

Gold Price Today: অবশেষে সোনার দামে স্বস্তি, শনিবার অনেকটা সস্তা হল হলুদ ধাতু
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 11:56 AM

কলকাতা: বিয়ের মরসুমে পরপর বাড়ছিল সোনার দাম (Gold Price Today)। অবশেষে তিনদিন পর সোনার দামে মিলল রেহাই। শনিবারে অনেকটা হারে পড়ল সোনার দর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৭০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৭৬০ টাকা। আজ সোনার পাশাপাশি অনেকটা হারে দাম কমেছে রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম কমল ৫৫০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,২০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,৫০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬৫,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১৬৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,৩১২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,৬৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১৬,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৭,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত তিনদিন ধরেই ঊর্ধ্বমুখী সোনার দর। তালে তাল মিলিয়ে বাড়ছিল রুপোর দরও। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছিল হলুদ ধাতুর দর। শেষে আজ দাম কমেছে সোনার। দাম কমল রুপোরও।

আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ২,০১৬.৫৭ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৭৩৪.৯৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৪.৭৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৫৩ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*