Gold Price: সপ্তাহের শুরুতে ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দর? আজ কত দাম দাঁড়াল?
Gold-Silver price today: উৎসবের মরশুম শেষ। এবার শুরু বিয়ের মরশুম। আর বিয়ের মরশুম শুরু হতে না হতেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ২৪ ক্যারেট সোনার গয়নার দাম ৬২ হাজার টাকার গণ্ডি আগেই ছাড়িয়েছিল। এবার ৬৩ হাজারের দিকে এগোচ্ছে গ্রাফ। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও।
কলকাতা: উৎসবের মরশুম শেষ। এবার শুরু বিয়ের মরশুম। আর বিয়ের মরশুম শুরু হতে না হতেই চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ২৪ ক্যারেট সোনার (Gold) গয়নার দাম ৬২ হাজার টাকার গণ্ডি আগেই ছাড়িয়েছিল। এবার ৬৩ হাজারের দিকে এগোচ্ছে গ্রাফ। ২২ ক্যারেট সোনার দামও ৫৭ হাজার টাকা ছাড়িয়েছে। সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর (Silver) দামও।
মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়াল ৫৭,৩৫০ টাকা। যা সোমবারের তুলনায় ২৫০ টাকা বেশি। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম গত ২৪ ঘণ্টায় বেড়েছে ২৭০ টাকা। ফলে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬২,৫৬০ টাকা।
সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। সোমবারের তুলনায় রুপোর দাম এক লাফে ১৩০০ টাকা বেড়ে গিয়েছে। ফলে এদিন কলকাতায় ১ কেজি রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮,৫০০ টাকা।