Gold price: দীপাবলিতে সোনা কেনার প্ল্যান করছেন? এই সুযোগ ছাড়বেন না

Gold price decrease: দীপাবলি মানে যেমন আলো-বাজির উৎসব, তেমনই যেন সোনা কেনার অন্যতম মরশুম। দীপাবলির আগে ধনতেরাস থেকেই সোনা কেনার পর্ব শুরু হয়ে যায়। বিশ্বাস করা হয়, ধনতেরাসে সোনা কিনলে সংসারের সমৃদ্ধি বৃদ্ধি পায়। সোনা ব্যবসায়ীরা এই সময়ে গয়না তৈরির মজুরিতে বিশেষ অফারও দেয়। ইতিমধ্যে অনেক দোকানে অফার দেওয়া শুরু হয়ে গিয়েছে।

Gold price: দীপাবলিতে সোনা কেনার প্ল্যান করছেন? এই সুযোগ ছাড়বেন না
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 10:09 AM

কলকাতা: দীপাবলির আর মাত্র এক সপ্তাহ বাকি। আর দীপাবলি (Diwali) মানে যেমন আলো-বাজির উৎসব, তেমনই যেন সোনা কেনার অন্যতম মরশুম। দীপাবলির আগে ধনতেরাস (Dhanteras) থেকেই সোনা কেনার পর্ব শুরু হয়ে যায়। বিশ্বাস করা হয়, ধনতেরাসে সোনা (Gold) কিনলে সংসারের সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়া দীপাবলি উৎসবেও সোনা কেনার চল রয়েছে। আবার ভাইফোঁটাতেও বোন বা দিদিদের উপহার দিতে সোনা-গয়না কেনে ভাইয়েরা। তাই এই সময় যথেষ্ট ভিড় হয় সোনার দোকানগুলিতে। খরিদ্দার টানতে সোনা ব্যবসায়ীরা এই সময়ে গয়না তৈরির মজুরিতে বিশেষ অফারও দেয়। ইতিমধ্যে অনেক দোকানে অফার দেওয়া শুরু হয়ে গিয়েছে। তাই ভিড় এড়াতে বা অফার পেতে ইতিমধ্যে সোনা কেনা শুরু করে দিয়েছেন অনেকে। আজ, মঙ্গলবার কলকাতায় সোনার দর দেখে নেওয়া যাক একনজরে…

এদিন কলকাতায় সোনার দামে সামান্য পতন হয়েছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬১,৪৬০ টাকা, যা সোমবারের তুলনায় ১০ টাকা কম। একইভাবে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দর ৫৬, ৩৪০ টাকা, গতকালের তুলনায় ১০ টাকা কম। আর ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম গতকালের সঙ্গে অপরিবর্তিত রয়েছে, ৪৬,১০০ টাকা।

সোনার পাশাপাশি রুপোর দামও এদিন কিছুটা কমেছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭৪,৫০০ টাকা, যা সোমবারের তুলনায় ৭০০ টাকা কম। ফলে সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকলে এদিনই কিনে ফেলতে পারেন।

ঘরে বসেই সস্তায় সোনা কেনাকাটা করুন

অনলাইন শপিং ব্র্যান্ডগুলি থেকেও এখন সোনা-রুপোর গয়না কেনা যায়। এক্ষেত্রে একটি সুবিধা হল, ঘরে বসেই গয়না কেনা হয়ে যায়। অফিসে যাতায়াতের পথেও আপনি গয়না কেনাকাটা করতে পারেন। এছাড়া বিশেষ অফারও দিচ্ছে অনেক অনলাইন সংস্থা।

অফার উপলব্ধ

বর্তমানে বড়-বড় অনলাইন জুয়েলারি সংস্থা সোনা, হীরের গয়না কেনার উপর বিশেষ ছাড় দিচ্ছে। যেমন, ক্যারাটলেনে হীরের গয়না কিনলে মিলবে ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড়। এছাড়া SBI কার্ড দিয়ে কেনাকাটা করলে হীরের দামে ৫ শতাংশ তাত্ক্ষণিক ছাড় মিলবে।

আবার অনলাইন জুয়েলারি সংস্থা ‘ব্লুস্টোন’ সোনার গয়না তৈরির মজুরিতে ১০ শতাংশ ছাড় দিচ্ছে। হীরের দামেও ৫ শতাংশ ছাড় রয়েছে। আবার ‘তানিষ্কের মিয়া’ দীপাবলির মরশুমে গ্রাহকদের জন্য ফ্ল্যাট ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এই প্ল্যাটফর্মে ১৪ ক্যারেট থেকে ২২ ক্যারেট পর্যন্ত ট্রেন্ডি সোনার গয়নাও পাবেন।