Gold Price Today: দুর্গাপুজো মিটতেই সস্তা হয়ে গেল সোনা-রুপো, দাম বাড়ার আগেই কিনে নিন…
Gold-Silver Rate: বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে। দুর্গাপুজো শেষ হতেই এবার প্রস্তুতি শুরু হয়েছে লক্ষ্মী পুজোর। আর ধন দেবীর আরাধনার আগেই মিলল সুখবর। পুজো মিটতেই সস্তা হল সোনা।
কলকাতা: দেখতে দেখতেই কেটে গেল দুর্গাপুজোর চারটে দিন। আবারও এক বছরের অপেক্ষা। তবে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে। দুর্গাপুজো শেষ হতেই এবার প্রস্তুতি শুরু হয়েছে লক্ষ্মী পুজোর। আর ধন দেবীর আরাধনার আগেই মিলল সুখবর। পুজো মিটতেই সস্তা হল সোনা। আপনারও যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দাম কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭১১৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১ হাজার ১৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দর ৭ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮২৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ২৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
রুপোর দাম-
আজ রুপোর দামও সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপো কিনতে আজ খরচ পড়বে ৯৬৯০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।