Gold Price Drop: বাজেটের পর হু হু করে কমছে সোনার দাম, গয়না কেনার থাকলে এটাই সেরা সময়

Jul 25, 2024 | 1:21 PM

Gold Price Drop: কয়েক মাস পরই দেশ জুড়ে পালিত হবে, দুর্গা পূজা, নবরাত্রি, দীপাবলির মতো উৎসব। সেই সময় পর্যন্ত সোনার চাহিদা এমনই বেশি থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

Gold Price Drop: বাজেটের পর হু হু করে কমছে সোনার দাম, গয়না কেনার থাকলে এটাই সেরা সময়
কমল সোনার দাম
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: বাজেটে সোনার দাম নিয়ে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের ঘোষণা অনুযায়ী, সোনায় কমানো হচ্ছে শুল্ক। ফলে সোনার দাম অনেকটাই কমবে বলে আশা দেখছেন গ্রাহকরা। তাই গত মঙ্গলবার বাজেট ঘোষণা হওয়ার পরের দিনই সোনার দোকানে ভিড় বাড়ালেন ক্রেতারা। বিয়ের মরশুমের আগে সবাই চাইছেন, যদি একটু সস্তায় সোনা কেনা সম্ভব হয়। ফলে হু হু করে বাড়ছে চাহিদা।

ভারত হল সোনার বাজার হিসেবে বিশ্বের দ্বিতীয় দেশ। সোনা ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বলছেন, ক্রেতাদের মধ্যে ভারী গয়না কেনার প্রবণতাও বেড়েছে। কিছুদিন আগেই ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭৪,০০০-এ পৌঁছে গিয়েছিল। ফলে সোনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল।

ব্যবসায়ীরা বলছেন, কোথাও কোথাও ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে চাহিদা। এমনকী কারিগরদের ছুটি পর্যন্ত বাতিল করে দিতে হয়েছে। সামনেই আসছে উৎসবের মরশুম। কয়েক মাস পরই দেশ জুড়ে পালিত হবে, দুর্গা পূজা, নবরাত্রি, দীপাবলির মতো উৎসব। সেই সময় পর্যন্ত সোনার চাহিদা এমনই বেশি থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৭২,৬০৯ টাকা। বাজেট ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে একধাক্কায় প্রায় ৩০০০ টাকা কমে যায় দাম। ১৫ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে।

লক্ষ্মীবারে সেই দাম আরও কিছুটা কমেছে। বুধবার কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৭০,৮৬০ টাকা, বৃহস্পতিবার কলকাতায় সেই দাম আরও কমে হয়েছে ৬৯,৮২০ টাকা। এছাড়া ১৮ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম বুধবার ছিল ৫৩,১৪০ টাকা। বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ৫২,৩৭০ টাকা। গত ১৭ জুলাই ৭৫ হাজারে পৌঁছে গিয়েছিল সোনার দাম। তারপর থেকে ৭০ হাজারের ওপরেই ঘোরাফেরা করছিল সোনার দাম। অবশেষে সেই দাম ৭০ হাজারের নীচে নামায় স্বস্তিতে ক্রেতারা।