AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Fall: বাম্পার ছাড়! বিয়ের মরশুমে একদিনেই ১১ হাজার টাকা কমল সোনার দাম, কম দরে সোনা কেনার দিন আজ

Gold-Silver Price in Kolkata, West Bengal on 27 October 2025: ধনতেরাসের সময় থেকেই কমছিল সোনার দাম। মাঝে দু-একদিন ফের একটু সোনার দাম বাড়লেও, আজ অনেকটাই কমল সোনার দাম। যাদের বিয়ের জন্য বা অন্য কোনও উপলক্ষে সোনা কেনার পরিকল্পনা ছিল, আজকেই সুবর্ণ সুযোগ।

Gold Price Fall: বাম্পার ছাড়! বিয়ের মরশুমে একদিনেই ১১ হাজার টাকা কমল সোনার দাম, কম দরে সোনা কেনার দিন আজ
প্রতীকী চিত্র।Image Credit: Canva
| Updated on: Oct 27, 2025 | 9:55 AM
Share

কলকাতা: উৎসবের মরশুম শেষ, এবার শুরু বিয়ের সিজন। গোটা নভেম্বর-ডিসেম্বর জুড়ে একাধিক বিয়ের ডেট। আর বিয়ের মরশুম শুরু হওয়ার আগেই বিরাট সুখবর। অনেকটা কমে গেল সোনার দাম (Gold Price Drop)। ধনতেরাসের সময় থেকেই কমছিল সোনার দাম। মাঝে দু-একদিন ফের একটু সোনার দাম বাড়লেও, আজ অনেকটাই কমল সোনার দাম। যাদের বিয়ের জন্য বা অন্য কোনও উপলক্ষে সোনা কেনার পরিকল্পনা ছিল, আজকেই সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে জেনে নিন কত ক্যারেটের সোনার দাম কী রয়েছে-

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ, ২৭ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৪৪৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৪৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা। একদিনেই ১১ হাজার ৪০০ টাকা দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম ১১৪০ টাকা কমেছে।

২২ ক্য়ারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৪১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৪১ হাজার টাকা। একদিনে ১০ হাজার ৫০০ টাকা দাম কমেছে। ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০৫০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

আজ ১৮ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৩৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৩ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকা। একদিনে ৮৬০০ টাকা দাম কমেছে সোনার। ১০ গ্রাম সোনার দাম কমেছে ৮৬০ টাকা।

রুপোর দাম-

সোনার দাম কমলেও, রুপোর দামে আজ পরিবর্তন হয়নি। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা।