Gold Price Today: হোলির পরই সোনার দামে বড় পরিবর্তন, এই সুযোগ মিস করলে পস্তাবেন খুবই…

Gold-Silver Rate: সবে কেটেছে দোল। আর তারপরই সোনার দামে বড় পতন। হঠাৎ করেই কমল সোনার দাম। একইসঙ্গে পড়েছে রুপোর দামও। আপনার যদি চৈত্রের সেলে কেনাকাটার পরিকল্পনা থাকে, তবে জামাকাপড় বা ঘর সাজানোর জিনিস না কিনে, সরাসরি সোনা-রুপোর গহনাই কিনে ফেলুন।

Gold Price Today: হোলির পরই সোনার দামে বড় পরিবর্তন, এই সুযোগ মিস করলে পস্তাবেন খুবই...
প্রতীকী চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 27, 2024 | 8:43 AM

কলকাতা: চৈত্র মাস চলছে। সবে কেটেছে দোল। আর তারপরই সোনার দামে বড় পতন। হঠাৎ করেই কমল সোনার দাম। একইসঙ্গে পড়েছে রুপোর দামও। আপনার যদি চৈত্রের সেলে কেনাকাটার পরিকল্পনা থাকে, তবে জামাকাপড় বা ঘর সাজানোর জিনিস না কিনে, সরাসরি সোনা-রুপোর গহনাই কিনে ফেলুন। তবে দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনা-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ১১৪ টাকা।

২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬১ হাজার ১৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ১১ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৬৭০ টাকা।

১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৬৭ হাজার টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্য়ারেটের সোনার দামও আজ কম রয়েছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজাক ২ টাকা।

১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার ২০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭ হাজার ৭৪০ টাকা। ১ কেজি রুপোর দাম ৭৭ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।