AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today : আবারও দামি হল সোনা! রুপোর দামেও বড় ফারাক, আজ কী হাল সোনা-রুপোর?

Gold Price Today : শনিবার ১০০ টাকা দাম বাড়ল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার। সঙ্গে বাড়ল রুপোর দামও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ৬০০ টাকা।

Gold Price Today : আবারও দামি হল সোনা! রুপোর দামেও বড় ফারাক, আজ কী হাল সোনা-রুপোর?
ছবি সৌজন্যে : Pixabay
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 10:48 AM
Share

কলকাতা : গতকাল এক লাফে অনেকটা দাম কমেছিল সোনার। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ৪০০ টাকা। কিন্তু শনিবার সোনার বাজারে ফের বাড়ল হলুদ ধাতুর দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১১০ টাকা। সোনার পাশাপাশি বাড়ল রুপোর দামও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ৬০০ টাকা।

শনিবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,২৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৮৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৬৭২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৮৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৮,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল বেশ খানিকটা দাম কমেছিল সোনার। কিন্তু এদিন ফের বাড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৫০ হাজার ৮৪০ টাকা। এদিকে গতকাল ১ কেজি রুপোর দাম কমেছিল ২ হাজার টাকা। সেখানে আজ তা বাড়ল ১৬০০ টাকা।

বিশ্ব বাজারে ক্রমশ নিম্নমুখী সোনার দাম। এদিন আন্তর্জাতিক বাজারে ১ আউন্স সোনার দাম রয়েছে ১,৭০৭.৭৮ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,১৮৮.৯০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে রয়েছে ৬৬.১৫ টাকা। আজ পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়েছে। বৃহস্পতিবার পিসি জুয়েলারের রয়েছে ৪৭.৩৫ টাকা।