Gold Price Today: ধনতেরাস থেকেই কমছে সোনার দর, আজ আরও সস্তা! কালীপুজোতেই শখের গহনা কিনে নিন
Gold Price in Kolkata, West Bengal on 20 October, 2025: উৎসবের দিনে সবকিছু রঙিন, নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে না তুললে হয়? আপনার সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। ধনতেরাসে বেশ অনেকটাই কমেছিল সোনার দর। আজ কালীপুজোতেও কমল সোনার দাম।

কলকাতা: আজ দীপাবলি। আলোর উৎসবে রঙিন গোটা দেশ। সেজে উঠেছে সকলের বাড়ি। উৎসবের দিনে সবকিছু রঙিন, নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে না তুললে হয়? আপনার সামনে রয়েছে সুবর্ণ সুযোগ। ধনতেরাসে বেশ অনেকটাই কমেছিল সোনার দর। আজ কালীপুজোতেও কমল সোনার দাম। এখন সোনা কেনার সেরা সময় কারণ ভবিষ্যতে ফের সোনার দাম বাড়ার পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ২০ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৮৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৯৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ৯৯ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ৯ হাজার ৮১৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৮ হাজার ১৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৯ লক্ষ ৮১ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার দাম আজ যেমন কমেছে, তেমনই রুপোর দামও আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৭ হাজার ১৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।
