AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: ৫ বছরে ১৫৩ শতাংশ রিটার্ন পাচ্ছেন, এই সোনা আপনার কাছে থাকলেই লটারি!

Sovereign Gold Bond: ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে এই রিডেমশন শুরু হবে। এর দাম ধার্য করা হয়েছে প্রতি ইউনিট ১২ হাজার ৭৯২ টাকা। এতে গ্রাহকদের ১৫৩.২৫ শতাংশ লাভ হবে, কারণ ২০২০ সালে এই সভেরেইন গোল্ড বন্ড যখন ইস্যু করা হয়েছিল, তখন দাম ছিল প্রতি ইউনিট ৫ হাজার ৫১ টাকা।

Gold Price Hike: ৫ বছরে ১৫৩ শতাংশ রিটার্ন পাচ্ছেন, এই সোনা আপনার কাছে থাকলেই লটারি!
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Oct 19, 2025 | 2:29 PM
Share

নয়া দিল্লি: সত্য়িই সোনায় সোহাগা। দীপাবলিতে বিরাট উপহার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। যারা সোনায় বিনিয়োগ করেছেন, তারা রিটার্ন পাবে ১৫৩ শতাংশ। ঘোষণা আরবিআই-র। ২০২০-২১ সিরিজে, সভেরেইন গোল্ড বন্ড (Sovereign Gold Bonds) যা ২০২০ সালের ২০ অক্টোবরে ইস্যু করা হয়েছিল, তার প্রিম্য়াচুওর রিডেমশনের ঘোষণা করল আরবিআই। অর্থাৎ যারা ২০২০ সালে এই গোল্ড বন্ডে বিনিয়োগ করেছিলেন, তারা সময়ের আগেই বিনিয়োগ তুলে নিচে পারবেন।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে এই রিডেমশন শুরু হবে। এর দাম ধার্য করা হয়েছে প্রতি ইউনিট ১২ হাজার ৭৯২ টাকা। এতে গ্রাহকদের ১৫৩.২৫ শতাংশ লাভ হবে, কারণ ২০২০ সালে এই সভেরেইন গোল্ড বন্ড যখন ইস্যু করা হয়েছিল, তখন দাম ছিল প্রতি ইউনিট ৫ হাজার ৫১ টাকা। এতে ২.৫ শতাংশ সুদ, যা গ্রাহকরা প্রতি বছর পেয়েছেন, তা অন্তর্ভুক্ত করা নেই।

রিজার্ভ ব্য়াঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, গোল্ড বন্ড ইস্য়ু হওয়ার ৫ বছর পর প্রিম্যাচুওর রিডেমশন করা যাবে। ২০ অক্টোবর থেকে এই রিডেমশন করা যাবে। সোনার দামের হিসাব করা হবে ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তিনদিনের দাম- ১৫, ১৬ ও ১৭ অক্টোবরে সোনার যে দাম থাকবে, তার গড় করে।

সভেরেইন গোল্ড বন্ড কী?

২০১৫ সালের নভেম্বর মাসে ভারত সরকার সভেরেইন গোল্ড বন্ড ইস্যু করে। ফিজিকাল গোল্ড বা আসল সোনার বিকল্প হিসাবে এই গোল্ড বন্ড ইস্যু করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই গোল্ড বন্ড ইস্যু করে। এতে আসল সোনার দামই পাওয়া যায়।

সাধারণত সভেরেইন গোল্ড বন্ড বিনিয়োগের ৮ বছর পর তোলা যায়। তবে  বন্ড ইস্যু হওয়ার ৫ বছর পর থেকে প্রিম্যাচুওর রিডেমশন করা যায়। সভেরেইন গোল্ড বন্ডে প্রতি বছর ২.৫ শতাংশ করে নির্ধারিত সুদ পাওয়া যায়, যা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। তবে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে কেন্দ্রীয় সরকার নতুন করে সভেরেইন গোল্ড বন্ড ইস্যু করা বন্ধ করে দেয়।