Gold Price Today: রথের সপ্তাহে সদয় মা লক্ষ্মী, পরপর তিনদিন কমল সোনার দাম, আজ বাজারদর কত জেনে নিন
Gold & Silver Rate Today: ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে। আজ ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫,৯৬৭ টাকা।

কলকাতা: রথের আগেই নিম্নমুখী হয়েছিল সোনার দর (Gold Price)। রথযাত্রার দিনও একধাক্কায় বেশ কিছুটা কমেছিল সোনার দাম। আজ, বুধবারও ফের কমল সোনার দর (Gold Price Drop)। একইসঙ্গে কমেছে রুপোর দামও। জুন মাসের শুরু থেকেই কমছিল সোনার দাম। চলতি সপ্তাহের শুরুতেও ৩০০ টাকা কমেছিল সোনার দাম। মঙ্গলবার যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫ হাজার টাকা, সেখানেই আজ বুধবার দাম কমে দাঁড়াল ৫৪ হাজার ৭০০ টাকা। অর্থাৎ আজও ফের ৩০০ টাকা কমল সোনার দাম। অন্য়দিকে, রুপোর দামেও প্রতি কেজিতে ১ হাজার টাকা দাম কমেছে।
আজ, বুধবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৭০ টাকা। ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৪৩,৭৬০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪,৭০০ টাকা। ২২ ক্যারেট সোনার ১০০ গ্রামের দাম রয়েছে ৫,৪৭,০০০। একদিনেই সোনার দাম ৩০০০ টাকা কমেছে।
২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে। আজ ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৫,৯৬৭ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪৭,৭৩৬ টাকায়। ১০ গ্রাম সোনার দাম ৫৯,৬৭০ টাকায় কমে দাঁড়িয়েছে। ২৪ ক্যারেট সোনার ১০০ গ্রামের দাম ৫,৯৬,৭০০ টাকা।
সোনার দামের পাশাপাশি কমেছে রুপোর দামও। গতকালের তুলনায় ১ কেজি রুপোর দাম ১ হাজার টাকা কমেছে। আজ ১ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৩ টাকা। ৮ গ্রাম রুপোর দাম কমে দাঁড়িয়েছে ৫৮৪ টাকায়। ১০ গ্রাম রুপোর দাম ৭৩০ টাকা ও ১০০ গ্রাম রুপোর দাম ৭৩০০ টাকা রয়েছে। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৩,০০০ টাকা।
গোল্ড স্পটের দাম-
গতকালের তুলনায় আজ কিছুটা কমেছে গোল্ড স্পটের দাম। বিশ্ব বাজারে আজ ১ ট্রয় আউন্স গোল্ড স্পটের দাম রয়েছে ১৯৩৪.৭৮ ডলার।