বাজেটে বড় ঘোষণার পরই হু হু করে কমছে সোনা-রুপোর দাম, গহনা কেনার সেরা সময় এখনই
Gold-Silver Rate: বাজেটে ঘোষণা করেছেন সোনা, রূপো ও প্ল্য়াটিনামের উপরে আমদানি শুল্কে ছাড়ের কথা। আমদানি শুল্ক কমলে স্বাভাবিকভাবেই কমবে সোনা-রূপোর দাম। একইসঙ্গে দাম কমবে বহুমূল্য প্ল্যাটিনামেরও।
কলকাতা: বাজেটে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণা করেছেন সোনা, রূপো ও প্ল্য়াটিনামের উপরে আমদানি শুল্কে ছাড়ের কথা। আমদানি শুল্ক কমলে স্বাভাবিকভাবেই কমবে সোনা-রূপোর দাম। একইসঙ্গে দাম কমবে বহুমূল্য প্ল্যাটিনামেরও। আর বাজেটে সোনা-রুপোর দাম কমার ঘোষণার পরই বাজারে কমতে শুরু করেছে সোনা-রুপোর দাম। আমদানি শুল্কে ছাড় পুরোদমে কার্যকর হলে, আগামী ১-২ সপ্তাহের মধ্য়েই অনেকটা দাম কমতে পারে সোনার। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
২২ ক্য়ারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪ হাজার ৯৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৩১৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৩ হাজার ১৩০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার গাম রয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
রুপোর দাম-
সোনার মতোই রুপোর দামও কমেছে। ১ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৭ টাকা ৯০ পয়সা। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৭৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ দাম রয়েছে ৮৭ হাজার ৯০০ টাকা।