Gold Price on 30 August: কলকাতায় রেকর্ড দাম বাড়ল সোনার, সাধ্যের বাইরে চলে যাচ্ছে রুপোও?
Gold Silver Price in Kolkata on 30 August, 2025: মাসের শেষেও রেকর্ড দাম বাড়ল সোনার। একইসঙ্গে দাম বেড়েছে রুপোরও। পুজোর সময় বা বিয়ের জন্য যদি কারোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এই মাসে গহনা কিনতে গেলে অনেকটাই খরচ বাড়বে।

কলকাতা: সোনার দামে কোনও স্বস্তি নেই। হু হু করে বেড়েই চলেছে হলুদ ধাতুর দাম। মাসের শেষেও রেকর্ড দাম বাড়ল সোনার। একইসঙ্গে দাম বেড়েছে রুপোরও। পুজোর সময় বা বিয়ের জন্য যদি কারোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এই মাসে গহনা কিনতে গেলে অনেকটাই খরচ বাড়বে। গহনা কিনতে যাওয়ার আগে আজ, ৩০ অগস্ট সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১০ হাজার ১১৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১ হাজার ১৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা। একদিনে ৬৮০০ টাকা দাম বেড়েছে সোনার।
২২ ক্য়ারেটের সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৬৩৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৬ হাজার ৩৫০ টাকা। গতকাল দাম ছিল ৯৫ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ৬৩ হাজার ৫০০ টাকা। একদিনে ৬৫০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
গতকালের তুলনায় আজ ১৮ ক্যারেটের সোনার দামও অনেকটা বেড়েছে। ১ গ্রাম সোনার দাম পড়বে ৭ হাজার ৮৭১ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৭৮ হাজার ৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৮৭ হাজার ১০০ টাকা।
রুপোর দাম-
আজ সোনার দামের সঙ্গে সঙ্গে রুপোর দামও অনেকটা বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১২ হাজার ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ২১ হাজার টাকা। একদিনে ১১০০ টাকা রুপোর দাম বেড়েছে।
