Gold Price Today: এত কম দাম হয়নি আগে, রবিবার লুটে নিন সোনা-রুপো, দেরি করলে আপনারই লস!

Gold-Silver Rate: আপনার পরিবারে যদি কারোর বিয়ে থাকে বা নিজের জন্য গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে রবিবারই আদর্শ সুযোগ। কারণ একধাক্কায় সাড়ে ৫ হাজার টাকা কমল সোনার দাম। বিয়ের মরশুমে যেখানে প্রতিদিনই সোনার দাম চড়ছে, সেখানেই রবিবার সকালে একধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম।

Gold Price Today: এত কম দাম হয়নি আগে, রবিবার লুটে নিন সোনা-রুপো, দেরি করলে আপনারই লস!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 8:17 AM

কলকাতা: বিয়ের মরশুম চলছে। চারিদিকে শুধুই বিয়েবাড়ি। আগামী ১৫ ডিসেম্বর এই বছরের শেষ বিয়ের তারিখ। আপনার পরিবারে যদি কারোর বিয়ে থাকে বা নিজের জন্য গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে রবিবারই আদর্শ সুযোগ। কারণ একধাক্কায় সাড়ে ৫ হাজার টাকা কমল সোনার দাম। বিয়ের মরশুমে যেখানে প্রতিদিনই সোনার দাম চড়ছে, সেখানেই রবিবার সকালে একধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম। একইসঙ্গে দাম কমেছে রুপোরও। তবে কিছুটা দাম বেড়েছে প্ল্যাটিনামের।

২২ ক্যারেট সোনার দাম-

আজ, রবিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৭১৫ টাকা। শনিবার এর দাম ছিল ৫৭৭০ টাকা। অর্থাৎ আজ ৫৫ টাকা দাম কমেছে। ১০ গ্রাম সোনার দর আজ ৫৭ হাজার ১৫০ টাকা। গতকাল ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭ হাজার ৭০০ টাকা। একদিনে দাম কমেছে ৫৫০ টাকা। একইভাবে ২২ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা। একদিনেই ৫৫০০ টাকা কমেছে সোনার দাম।

১৮ ক্যারেট সোনার দাম-

রবিবার ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৪৬৭৬ টাকা রয়েছে। গতকাল এর দাম ছিল ৪৭২১ টাকা। একদিনে দাম কমেছে ৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৬ হাজার ৭৬০ টাকা। একদিনে দাম কমেছে ৪৫০ টাকা। ১৮ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা। একদিনে দাম কমেছে ৪৫০০ টাকা।

২৪ ক্য়ারেট সোনার দাম-

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬২ হাজার ৩৫০ টাকা। গতকালের তুলনায় আজ দাম কমেছে ৬০০ টাকা।

১ কেজি রুপোর দাম-

আজ অনেকটা কমেছে রুপোর দামও। একধাক্কায় ১২০০ টাকা কমে আজ ১ কেজি রুপোর দর রয়েছে ৭৬ হাজার টাকা।

প্ল্যাটিনামের দাম-

সোনা-রুপোর দাম কমলেও বেড়েছে প্ল্যাটিনামের দাম। আজ ১০ গ্রাম প্ল্যাটিনামের দাম রয়েছে ২৪ হাজার ৫৯০ টাকা। গতকালের তুলনায় ২০০ টাকা দাম বেড়েছে।