AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investments: Gold, Stock Market নাকি Debt Fund! কোথায় বিনিয়োগ আপনাকে দিতে পারে দুর্দান্ত রিটার্ন?

Investment Tips: শুধুমাত্র একটা ক্ষেত্রে বিনিয়োগ করা কখনই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন না বিনিয়োগকারীরা। কিন্তু কখন কোথায় বিনিয়োগ করবেন? তা বোঝার নির্দিষ্ট কোনও উপায় নেই।

Investments: Gold, Stock Market নাকি Debt Fund! কোথায় বিনিয়োগ আপনাকে দিতে পারে দুর্দান্ত রিটার্ন?
Image Credit: Getty Images
| Updated on: Jun 02, 2025 | 1:11 AM
Share

বিশেষজ্ঞরা বলেন, বিনিয়োগ করার আগে তা নিয়ে বিস্তর পড়াশোনা করা প্রয়োজন। আর অনেক ক্ষেত্রে মানুষের সেই সময় না থাকলে তারা কোনও পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজারের হাতে অর্থ তুলে দেন। সেই অর্থ ওই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন। বিনিয়োগ কোনও বদ্ধ বা স্থায়ী বিষয় নয়। অর্থাৎ, আজ যে বিনিয়োগ সেরা বলে ধরা যেতে পারে, ১ বছর পর অন্য কোনও ক্ষেত্রে বিনিয়োগকে সেরা বলে করতে পারেন বিশেষজ্ঞরা। ফলে, সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগ কৌশল ও বিনিয়োগের অঙ্কের পরিবর্তন খুব স্বাভাবিক ব্যাপার।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত নিফটি ৫০, সেনসেক্স বা বিভিন্ন স্মলক্যাপ সূচক বেড়েছিল চড়চড়িয়ে। কোনও কোনও ক্ষেত্রে ৫০০ শতাংশ পর্যন্ত বেড়েছিল বিভিন্ন সূচক। আবার ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে প্রায় ৪২ শতাংশ বেড়েছে সোনার দাম। এই সময়কালে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ৩০ হাজার টাকা।

ফলে, শুধুমাত্র একটা ক্ষেত্রে বিনিয়োগ করা কখনই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন না বিনিয়োগকারীরা। কিন্তু কখন কোথায় বিনিয়োগ করবেন? তা বোঝার নির্দিষ্ট কোনও উপায় নেই। আর এই কারণেই বিশেষজ্ঞরা মার্কেট টাইম করার চেষ্টা করতে মানা করেন। একই সঙ্গে তাঁরা বিনিয়োগ ডারিভার্সিফাই করার কথাও বলেন।

বিনিয়োগ শুরু করার নির্দিষ্ট কোনও সময় হয় না। বিনিয়োগ শুরু করতে হয় ‘এখনই’। অর্থাৎ, বর্তমানই বিনিয়োগ শুরুর সবচেয়ে ভাল সময়। যাঁরা বিনিয়োগ সবে শুরু করছেন, তাঁদের জন্য সবচেয়ে ভাল উপায় হল মিউচুয়াল ফান্ডে এসআইপি করা। সঙ্গে পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য সোনা ও ডেট ফান্ডেও বিনিয়োগের পরিমাণ বাড়ানো উচিৎ। ঐতিহাসিক তথ্য বলছে, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনায় বিনিয়োগ করে। আর সেই একই পদ্ধতি অবলম্বন করেন খুচরো বিনিয়োগকারীরাও।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।