Income Tax: ২০২৫ থেকেই বদলে যাবে আয়করের নিয়ম? রইল বড় আপডেট
Finance Ministry: অর্থবর্ষ শেষে যখন আয়করের হিসাব কষতে বসেন, তখন অনেকেই মাথার চুল ছেড়েন। সাধারণ মানুষকে কর কাঠামোয় আরও সুবিধা দিতে এবং আয়কর রিটার্ন ফাইল করার পদ্ধতিকে আরও সহজ করতেই এবার বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
নয়া দিল্লি: আয়করের হিসাব বড্ড জটিল। অর্থবর্ষ শেষে যখন আয়করের হিসাব কষতে বসেন, তখন অনেকেই মাথার চুল ছেড়েন। সাধারণ মানুষকে কর কাঠামোয় আরও সুবিধা দিতে এবং আয়কর রিটার্ন ফাইল করার পদ্ধতিকে আরও সহজ করতেই এবার বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ২০২৫-২৬ অর্থবর্ষে আয়কর কাঠামোয় পরিবর্তন আনতে পারে সরকার।
অর্থ মন্ত্রক সূত্রে খবর, আয়কর নিয়ে একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে বেশ কিছু বিষয়ে কাজও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আয়কর কাঠামোকে সহজ করা, ব্যবসা-বাণিজ্যে করছাড় সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
সাধারণত, কোনও ব্যক্তি আয়কর জমা দিতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে। আবার অনেকের ১ থেকে ২ দিন সময়ও লাগতে পারে। ছোট কোম্পানিগুলির আয়কর রিটার্ন ফাইল করতে ১ সপ্তাহ সময় লাগে। মাঝারি মাপের সংস্থার ১০ দিন সময় লাগে। বড় সংস্থাগুলির এক মাসও সময় লেগে যায় আয়কর রিটার্ন ফাইল করার জন্য।
জিএসটি রিটার্নের ক্ষেত্রেও এই সমস্যাতেই পড়েন। সরকার সাধারণ মানুষের এই সমস্যা কমাতেই এবার বড় পদক্ষেপ করতে চলেছে সরকার।
কী পরিকল্পনা সরকারের?
সূত্রের খবর, কর কাঠামোর সহজীকরণ এবং আয়করের হারে পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে একাধিক করছাড় থাকলেও, জটিল পদ্ধতি হওয়ায় তা অনেকেই বুঝতে পারেন না। আয়করের এই ব্রাকেটই আরও সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।