AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Sell: হলমার্কহীন সোনার গয়না বিক্রিতে জারি নয়া নিয়ম

Hallmark: অর্থাৎ ভারতীয় স্ট্যান্ডার্ড ব্যুরো অনুসারে, যদি কারও কাছে হলমার্ক ছাড়া পুরানো সোনার গয়না থাকে, তাহলে তার উপর হলমার্কিং করাতে হবে। হলমার্কিং সোনার বিশুদ্ধতা সম্পর্কে তথ্য দেয়।

Gold Sell: হলমার্কহীন সোনার গয়না বিক্রিতে জারি নয়া নিয়ম
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: May 20, 2023 | 12:14 AM
Share

নয়া দিল্লি: সোনার গয়না মানেই ভবিষ্যতের সঞ্চয়। এই কথাটি মিথ্যা নয়। আপনার বাড়িতে কি এমন অনেক সোনার গয়না (Gold jewellery) পড়ে রয়েছে এবং আপনি সেগুলি বিক্রি করার কথা ভাবছেন? তাহলে বিক্রি করার আগে এই খবরটি জেনে নিন। এতদিন সোনার গয়না বিক্রি বা বিনিময়ের ক্ষেত্রে কোনও নিয়ম ছিল না। কিন্তু, এখন আর বিষয়টি অতটা সহজ নয়। এখন সরকার সোনার গয়না কেনার মতো বিক্রিতেও বিশেষ নিয়ম জারি করেছে। সরকারি নিয়ম অনুযায়ী, এখন কেউ বিনা হলমার্ক (Hallmark) করা গয়না বিক্রি বা কিনতে পারবেন না। পুরোনো দিনের গয়না মানেই সাধারণত হলমার্ক নয়। তাই আপনি যদি আপনার পুরানো সোনার গয়না বিক্রি করতে চান, তাহলে সেটি হলমার্ক করা আবশ্যক।

এটাই সরকারের নিয়ম ১ এপ্রিল, ২০২১ থেকে কেন্দ্রীয় সরকার সোনার গয়না ক্রয়-বিক্রয় সংক্রান্ত নিয়ম কার্যকর করেছিল। এই নিয়মের অধীনে হলমার্ক বা ৬ সংখ্যার HUID নম্বর ছাড়া কেউ সোনার গয়না কিনতে বা বিক্রি করতে পারবেন না। হলমার্ক ছাড়া গয়নায় প্রায়ই জালিয়াতির ঘটনা সামনে আসে। সেটা বন্ধ করতেই এই নিয়ম চালু করেছে সরকার।

হলমার্কিং প্রয়োজন BIS অর্থাৎ ভারতীয় স্ট্যান্ডার্ড ব্যুরো অনুসারে, যদি কারও কাছে হলমার্ক ছাড়া পুরানো সোনার গয়না থাকে, তাহলে তার উপর হলমার্কিং করাতে হবে। হলমার্কিং সোনার বিশুদ্ধতা সম্পর্কে তথ্য দেয়। তবে কেবল বিক্রির উদ্দেশ্যে নয়, যে কেউ কোনও কারণ ছাড়াই গয়না হলমার্কিং করাতে পারেন।

এভাবে হলমার্কিং করা যায় আপনি যদি আপনার গয়না বা সোনার জিনিসগুলিতে হলমার্কিং করাতে চান তাহলে আপনি নিজেও এটি করতে পারেন। এর জন্য আপনাকে আপনার সোনার জিনিসটি হলমার্কিং সেন্টারে নিয়ে যেতে হবে। হলমার্কিংয়ের জন্য কেন্দ্রকে একটি গয়নার জন্য আপনাকে ৪৫ টাকা দিতে হবে। হলমার্কিং ফি পরিশোধ করার পরে আপনার গয়নাগুলি নতুন নিয়ম অনুসারে হলমার্ক করা হবে। এখন আপনি এটিতে ৬ সংখ্যার HUID নম্বর প্রিন্ট করা দেখতে পাবেন। যা সোনার বিশুদ্ধতার প্রমাণ হবে। তবে ২ গ্রামের কম সোনার গয়নায় হলমার্কিং আবশ্যক নয়।