MTNL Share Price Hike: ১৬ হাজার কোটির সম্পদ বিক্রির খবর, আজই আপার সার্কিট হিট করল এমটিএনএল

Mahanagar Telephone Nigam Limited: পাহাড় প্রমাণ ঋণের বোঝা নিয়ে প্রায় ধুঁকছিল এমটিএনএল। ২০২৪-এর ৩০ অগস্টের তথ্য অনুযায়ী সংস্থার কোট ঋণের পরিমাণ ৩১ হাজার ৯৪৪ কোটি টাকারও বেশি।

MTNL Share Price Hike: ১৬ হাজার কোটির সম্পদ বিক্রির খবর, আজই আপার সার্কিট হিট করল এমটিএনএল
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 8:28 PM

আজ আপার সার্কিট হিট করল মহানগর টেলিফোন নিগম লিমিটেড বা এমটিএনএলের শেয়ারের দাম। দিন শেষে গতকালের তুলনায় ১৭.৩০ শতাংশ দাম বেড়েছে সংস্থার। সংস্থার কাছে থাকা ১৬ হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করে সেই অর্থে সংস্থার ঋণ মেটানো হবে, এমনই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এর পরই হুড়মুড়িয়ে উঠতে থাকে এমটিএনএলের শেয়ারের দাম।

সিএনবিসি আওয়াজের তথ্য অনুযায়ী টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিশ্চিত করেছেন যে গত ১ জানুয়ারি থেকে এমটিএনএলের সকল অপারেশন বিএসএনএলের সঙ্গে মার্জ হয়ে গিয়েছে। এ ছাড়াও এমটিএনএলের কাছে থেকে জমি বিক্রি করে তহবিল তৈরির ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে কথাবার্তাও এগিয়েছে।

পাহাড় প্রমাণ ঋণের বোঝা নিয়ে প্রায় ধুঁকছিল এমটিএনএল। ২০২৪-এর ৩০ অগস্টের তথ্য অনুযায়ী সংস্থার কোট ঋণের পরিমাণ ৩১ হাজার ৯৪৪ কোটি টাকারও বেশি। সম্প্রতি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে পারেনি তারা। ইউনিয়ন ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক সহ একাধিক ঋণ দাতাকে প্রায় ৫ হাজার ৭২৬ কোটি টাকার ইনস্টলমেন্ট দিতে ব্যর্থ হয়েছে তারা।

পাবলিক সেক্টর থেকে টাকা তুলে তা বিভিন্ন পরিকাঠামো নির্মাণের কাজে লাগানোই সরকারের বৃহত্তর ‘অ্যাসেট মানিটাইজেশন স্ট্র্যাটেজি’। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫ থেকে ২০৩০ সালের ‘অ্যাসেট মানিটাইজেশন’ পরিকল্পনা ঘোষণা করেছিলেন। আর এই পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে সরকারি মালিকানাধীন সম্পদ বিক্রি করে ১০ লক্ষ কোটি টাকা তোলার করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তিনি।