GST: পুজোর আগে সস্তা হবে জামাকাপড় থেকে খাবার জিনিস? ঘোষণা হতে পারে সেপ্টেম্বরেই!
GST, Durga Puja: দুর্গাপুজোর আগেই নতুন এই জিএসটি কাঠামো লাগু হয়ে যেতে পারে। আর তাহলে তো বাঙালির খুশির অন্ত থাকবে না।

১৫ অগস্ট লালকেল্লার প্রাচীর থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটিতে আমূল সংস্কারের কথা ঘোষণা করেন। নতুন এই জিএসটি লাগু হবে দীপাবলীর আগেই। অগস্ট মাসের ২০ ও ২১ তারিখ দিল্লিতে একটি বৈঠকও হয়। জানা গিয়েছে সেখানে ১২ শতাংশ ও ২৮ শতাংশ জিএসটি স্ল্যাব বাতিল করা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ফলে, আগামীতে শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ জিএসটি চালু থাকবে। তথ্য বলছে এই আলোচনাতেই সরকার বস্ত্রবয়ন ও পোশাক শিল্প ও খাবার জিনিসের উপর ৫ শতাংশ জিএসটি চাপানোর কথা বলেছে।
আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকও হতে চলেছে। আর তার আগে ২ সেপ্টেম্বর জিএসটি আধিকারিকদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রক মনে করছে জিএসটির নয়া এই কাঠামো কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের রাজস্ব আয় কিছুটা হলেও কমিয়ে দেবে।
সূত্র বলছে, দুর্গাপুজোর আগেই নতুন এই জিএসটি কাঠামো লাগু হয়ে যেতে পারে। আর তাহলে তো বাঙালির খুশির অন্ত থাকবে না। কারণ, ১০০০ টাকার চেয়ে বেশি দামের জামাকাপড়ের উপর ১২ শতাংশ জিএসটি কমে যদি ৫ শতাংশ হয় তাহলে যে জামা বা প্যান্টের দাম এখন ২ হাজার ২৪০ টাকা, সেটা কমে ২ হাজার ১০০ টাকা হয়ে যাবে। তবে, প্রধানমন্ত্রীর বক্তব্য ধরলে পুজোর আগে নতুন জিএসটি লাগু হওয়ার সম্ভাবনা কম। আর সেই কারণেই এই মুহূর্তে পুজোর আগে জিএসটি কমা বা জামাকাপড়ের দাম কমার কোনও ব্যপার নেই।
