AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Bangladesh Trade: ‘পা বাঁধল’ ভারত! নয়াদিল্লির একটা ঘোষণায় কত টাকা ক্ষতি হল বাংলাদেশের?

India Bangladesh Trade: এই বিধিনিষেধের মাধ্যমে ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে বলেই মত GTRI-এর। একদিকে বাংলাদেশের প্রতি কড়া সিদ্ধান্ত। অন্যদিকে, চিনের দিকে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি, জানানো হয়েছে সেই প্রতিবেদনে।

India Bangladesh Trade: 'পা বাঁধল' ভারত! নয়াদিল্লির একটা ঘোষণায় কত টাকা ক্ষতি হল বাংলাদেশের?
প্রতীকী ছবিImage Credit: Getty Image | PTI
| Updated on: May 18, 2025 | 10:10 PM
Share

নয়াদিল্লি: বাংলাদেশে ভারতের ‘সার্জিক্যাল স্টাইক’। শনির রাতে নেওয়া সিদ্ধান্তে নড়বড়ে হয়েছে পদ্মাপাড়ের বাণিজ্য। কেন্দ্র জানিয়েছে, দেশের সমস্ত স্থলবন্দরে প্রবেশ নেই বাংলাদেশি রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাবারের। তবে চাইলে তারা ঢুকতে পারে কলকাতা ও মুম্বইয়ের সমুদ্রবন্দর হয়ে। কিন্তু এই সিদ্ধান্তের জেরে কতটা ফাঁড়ায় পড়তে হবে পদ্মাপাড়ের রাজ্যকে?

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ নিজেদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ভারতের শনির কোপে ৬ হাজার কোটি টাকার অধিক মাশুল গুনতে হবে বাংলাদেশকে। যা বাংলাদেশের ৪২ শতাংশ রফতানির সমান। এই বিধিনিষেধের মাধ্যমে ভারত এক ঢিলে দুই পাখি মেরেছে বলেই মত GTRI-এর। একদিকে বাংলাদেশের প্রতি কড়া সিদ্ধান্ত। অন্যদিকে, চিনের দিকে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি, জানানো হয়েছে সেই প্রতিবেদনে।

কিন্তু কেন এতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে? পদ্মা পাড়ে ব্যবসায়ীদের জন্য এই গোটা বিপদটা ডেকে এনেছেন তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গিয়েই বিপাকে পড়েছেন তিনি। সম্প্রতি, চিন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ‘অবরুদ্ধ’ বলেছিলেন তিনি। পাশাপাশি, চিনকে অর্থনৈতিক শিল্পাঞ্চল তৈরির আহ্বান জানিয়ে নিজেদের ‘সাগর-সম্রাট’ বলেছিলেন তিনি। এবার সেই মন্তব্যের মাশুলই গুনতে হচ্ছে গোটা বাংলাদেশকে। একটি পরিসংখ্য়ান বলছে, প্রতিবছর শুধুমাত্র ভারতেই বিভিন্ন বন্দর হয়ে ৫ হাজার কোটি টাকার পোশাক ও বস্ত্র পণ্য পাঠিয়ে থাকে বাংলাদেশ। যা এবার হল বন্ধ।