LPG Connection: নতুন LPG কানেকশন নিতে চান? কী কী করতে হবে, খরচই বা কত, জেনে নিন
New LPG Connection: নতুন গ্যাসের সংযোগের জন্য আপনাকে নিকটবর্তী গ্য়াস ডিস্ট্রিবিউটরের অফিসে যেতে হবে। সেখানে গিয়ে নতুন সংযোগের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আপনার বাসস্থানের প্রমাণ দেওয়া এ ক্ষেত্রে বাধ্যতামূলক।
কলকাতা: নতুন সংসার পাতছেন? বা বাড়ির বাইরে গিয়ে অন্য কোথাও থাকছেন? প্রয়োজন নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশনের। কিন্তু কীভাবে নতুন এলপিজি কানেকশনের আবেদন করবেন, বুঝতে পারছেন না। কতদিনই বা সময় লাগে, তা জানা নেই? তবে আপনার জন্য রইল নতুন এলপিজি সংযোগের যাবতীয় তথ্য ও সুলুক-সন্ধান।
কীভাবে আবেদন করবেন?
নতুন গ্যাসের সংযোগের জন্য আপনাকে নিকটবর্তী গ্য়াস ডিস্ট্রিবিউটরের অফিসে যেতে হবে। সেখানে গিয়ে নতুন সংযোগের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আপনার বাসস্থানের প্রমাণ দেওয়া এ ক্ষেত্রে বাধ্যতামূলক।
এর জন্য যে তথ্যগুলি লাগবে, তা হল-
- রেশন কার্ড
- ইলেকট্রিসিটি বিল
- টেলিফোন বিল
- পাসপোর্ট
- এমপ্লয়ার সার্টিফিকেট
- ফ্ল্যাট অ্যালটমেন্ট বা পজেশন লেটার
- বাড়ির রেজিস্ট্রেশন কাগজ
- ভোটার কার্ড
- ভাড়া বাড়িতে থাকলে, ভাড়ার রসিদ
- প্যান কার্ড
- আধার কার্ড
ফর্ম জমা দেওয়া ও রেজিস্ট্রেশনের পর গ্যাসের ডিস্ট্রিবিউটর রেজিস্টার্ড পোস্টের মাধ্য়মে একটি চিঠি পাঠাবে। এই চিঠি পাওয়ার পর, সেই চিঠি নিয়ে গ্য়াসের ডিস্ট্রিবিউটরের কাছে গেলেই কানেকশন দেওয়া হবে। এক মাসের মধ্যেই আপনি নতুন গ্যাসের সংযোগ পেয়ে যাবেন।
এক্ষেত্রে মনে রাখা দরকার, আইএসআই মার্কযুক্ত হটপ্লেট ও সুরক্ষা এলপিজি পাইপ থাকা বাধ্যতামূলক। গ্যাসের সংযোগ যখন দেওয়া হবে, তখন এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে।
সিকিউরিটি ডিপোজিট-
১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার, যা গৃহস্থের বাড়িতে ব্যবহার করা হয়, তার সংযোগের জন্য সিকিউরিটি ডিপোজিট বাবদ ২২০০ টাকা জমা দিতে হবে। যদি ৫ কেজির সিলিন্ডার নেন, তবে ১১৫০ টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ জমা দিতে হবে। এছাড়া প্রেসার রেগুলেটরের জন্য আলাদাভাবে ২৫০ টাকা দিতে হবে।