ICICI Bank: অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ব্যালেন্স রাখতেই হবে! গ্রাহকদের বড় ধাক্কা দিল ICICI Bank
ICICI Bank: গত এপ্রিল মাসেই আইসিআইসিআই ব্যাঙ্ক সেভিং অ্য়াকাউন্টে সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে দিয়েছিল। ৫০ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটে আপনি সুদ পাবেন ২.৭৫ শতাংশ।

নয়া দিল্লি: গ্রাহকদের জন্য বড় ধাক্কা। ন্যূনতম ব্যালেন্স এক ধাক্কায় ৫ গুণ বাড়িয়ে দিল আইসিআইসিআই ব্যাঙ্ক। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আইসিআইসিআই ব্য়াঙ্ক তাদের মাসিক ন্যূনতম ব্যালেন্স ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ৫০ হাজার টাকা করে দিল। ১ অগস্ট থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১ অগস্ট বা তার পর থেকে নতুন যে গ্রাহকরা অ্যাকাউন্ট খুলবেন, তাদের ন্যূনতম ৫০ হাজার টাকার ব্যালেন্স রাখতে হবে। আগে এই ন্যূনতম ব্যালেন্স ছিল ১০ হাজার টাকা। মেট্রো শহর ও শহরতলিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এবার থেকে গ্রাহকদের জরিমানা এড়াতে ন্যূনতম ৫০ হাজার টাকা রাখতে হবে।
মফস্বল এলাকার গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালেন্স ২৫ হাজার টাকা রাখতে হবে। গ্রামীণ এলাকার নতুন গ্রাহকদের ১০ হাজার টাকা ব্যালেন্স বজায় রাখতে হবে প্রতি মাসে।
যারা পুরনো গ্রাহক, গ্রামীণ ও মফস্বল এলাকায় তাদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ৫ হাজার টাকা রাখা হয়েছে।
যদি কোনও গ্রাহক ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারেন, তাহলে ৬ শতাংশ জরিমানা বা ৫০০ টাকা জরিমানা, যেটা কম হবে, তা দিতে হবে।
ব্যাঙ্কে টাকা ডিপোজিটের ক্ষেত্রেও বেশ কিছু বদল এসেছে। গ্রাহকরা সেভিং অ্যাকাউন্টে তিনবার ক্যাশ ডিপোজিট করতে পারবেন। এরপর প্রতি লেনদেন পিছু ১৫০ টাকা করে দিতে হবে। মাসে সর্বাধিক ১ লক্ষ টাকা ডিপোজিট করা যাবে।
গত এপ্রিল মাসেই আইসিআইসিআই ব্যাঙ্ক সেভিং অ্য়াকাউন্টে সুদের হার ০.২৫ শতাংশ কমিয়ে দিয়েছিল। ৫০ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটে আপনি সুদ পাবেন ২.৭৫ শতাংশ।
প্রসঙ্গত, যেখানে দেশের অন্যান্য ব্যাঙ্কগুলি ন্যূনতম ব্যালেন্স কমিয়ে দিয়েছে, সেখানেই সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ২০২০ সালেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম প্রত্যাহার করে নেয়। বাকি ব্যাঙ্কগুলিতেও ন্যূনতম ব্যালেন্স ২ হাজার থেকে ১০ হাজারের মধ্যে সীমাবদ্ধ।

