Train Ticket Rules: ৪ জন ঘুরতে যাচ্ছেন, দু’জনের টিকিট কনফার্ম হল না! ট্রেনে কি উঠতে পারবেন?
Indian Railways: রেলের নয়া নিয়ম অনুযায়ী, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা এবার থেকে রিজার্ভ কামরায় উঠতে পারবেন না। অর্থাৎ স্লিপার ক্লাস বা এসি কামরায় উঠতে পারবেন না।

নয়া দিল্লি: সম্প্রতিই ট্রেনের টিকিট বুকিংয়ের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে ভারতীয় রেলওয়ে। ১৫ মে থেকে নতুন নিয়ম চালু হয়েছে। সাফ জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না। এক্ষেত্রে যদি একসঙ্গে কাটা তিন-চারটি টিকিটের মধ্যে দু-একটি কনফার্ম হয় এবং বাকিদের টিকিট কনফার্ম না হয়, তাহলে কী করবেন?
রেলের নয়া নিয়ম অনুযায়ী, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা এবার থেকে রিজার্ভ কামরায় উঠতে পারবেন না। অর্থাৎ স্লিপার ক্লাস বা এসি কামরায় উঠতে পারবেন না। যদি কেউ ওয়েটিং লিস্টে থাকা যাত্রী রিজার্ভ কামরায় ওঠেন, তবে ওই যাত্রীকে পরবর্তী স্টেশনেই নামিয়ে দেওয়া হবে। যে স্টেশন থেকে উঠেছেন, সেখান থেকে যে স্টেশনে নামিয়ে দেওয়া হবে, ততটুকু দূরত্বের ভাড়া এবং নন-এসি কামরার ক্ষেত্রে ২৫০ টাকা এবং এসি কামরায় উঠলে ৪৪০ টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে।
এবার প্রশ্ন হল, যদি একই পিএনআর থেকে ৪ জনের টিকিট বুকিং করা হয় এবং চার্ট প্রকাশিত হওয়ার পর দেখা যায় যে ২টি টিকিট কনফার্ম হয়েছে, বাকি দুজনের হয়নি, সেক্ষেত্রে তারা কি ট্রেনে উঠতে পারবেন? উত্তরটা হল, হ্যাঁ। দুজনের কনফার্ম টিকিট থাকলে, বাকি দুজন তাদের সঙ্গেই বার্থ ভাগ করে ট্রেনে সফর করতে পারেন। এক্ষেত্রে অতিরিক্ত কোনও ফি দিতে হবে না। তবে মাথায় রাখতে হবে, এর জন্য একই পিএনআর থেকেই চারটি টিকিট বুক হতে হবে। আলাদা পিএনআর নম্বর থাকলে, সেক্ষেত্রে সিট ভাগ করে যাত্রা সম্ভব নয়।

