UPI-তে ২০০০ টাকার লেনদেন করলেই মিলবে ইনসেনটিভ! কবে থেকে পাবেন এই সুবিধা?
UPI Transaction: ব্যবসায় ইউপিআই লেনদেন বাড়াতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ছোট ব্যবসায়ীদের ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। এর জন্য সরকার ১৫০০ কোটি টাকা অনুমোদন করেছে।

নয়া দিল্লি: ইউপিআই লেনদেনে ক্যাশব্যাকের বিষয়টা সকলের জানা। তবে এবার শুধু ক্যাশব্যাকই নয়, সরকার দেবে ইনসেনটিভও। বুধবারই ইউপিআই পেমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দুই হাজার টাকার লেনদেন করলেই তার উপরে পাওয়া যাবে ইনসেনটিভ।
ব্যবসায় ইউপিআই লেনদেন বাড়াতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ছোট ব্যবসায়ীদের ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। এর জন্য সরকার ১৫০০ কোটি টাকা অনুমোদন করেছে। চলতি অর্থবর্ষে ছোট ব্যবসায়ীদের ২০০০ টাকার লেনদেনের উপরে ০.১৫ শতাংশ করে ইনসেনটিভ দেওয়া হবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের অধীনে কোনও ব্যক্তি যদি ব্যবসায়ীকে ২০০০ টাকা পর্যন্ত (পার্সন টু মার্চেন্ট) UPI-র মাধ্যমে টাকা পাঠান, তবে লেনদেনের উপরে ০.১৫ শতাংশ হারে ইনসেনটিভ দেওয়া হবে। শুধু ছোট ব্যবসায়ীরাই এই সুবিধা পাবেন। বড় ব্যবসায়ীরা এই ইনসেনটিভের সুবিধা পাবেন না। এছাড়াও সব ধরনের লেনদেনের জন্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) রাখা হয়েছে, যা নিখরচায় ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে।
সহজভাবে বোঝাতে গেলে, যদি কোনও গ্রাহক ২০০০ টাকা বা তার কমের কেনাকাটা করেন এবং ইউপিআই-র মাধ্যমে লেনদেন করেন, তবে ওই ছোট ব্যবসায়ী লেনদেন পিছু ১.৫ টাকা ইনসেনটিভ পাবে। ব্যাঙ্কগুলিও এই ভাতা পাবে। ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করা এবং নগদহীন অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের মতে, আজকের সময়ে দোকানদারদের জন্য UPI হল সবচেয়ে সহজ, নিরাপদ এবং দ্রুততম পেমেন্ট পদ্ধতি। এর মাধ্যমে পেমেন্ট করলে, সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আপনি কোনও অতিরিক্ত খরচ ছাড়াই UPI পরিষেবার সুবিধা পাবেন। ডিজিটাল লেনদেনের একটি রেকর্ড তৈরি করা হবে, যার ফলে ঋণ পাওয়া সহজ হবে। গ্রাহকরা সহজেই অর্থপ্রদানের সুবিধা পাবেন, এর জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।





