India’s export growth: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে ভারতের হার্ডওয়্যার রফতানি

Dec 10, 2024 | 8:53 PM

India's export growth: ভারতের অর্থনীতি ক্রমশ ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। ২০২৭ সালের মধ্যে ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া লক্ষ্য বলে জানালেন অশ্বিনী কুমার।

Indias export growth: বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে ভারতের হার্ডওয়্যার রফতানি
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: বিনিয়োগ বাড়ছে ভারতে। মেক ইন ইন্ডিয়ায় সাড়া দিয়ে ভারতে পণ্য উৎপাদনে এগিয়ে আসছে বিশ্বের বিভিন্ন সংস্থা। তখন বিশ্ববাজারে ভারতীয় পণ্যের রফতানিও বাড়ছে। হার্ডওয়্যার রফতানির ক্ষেত্রে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১৫ শতাংশ রফতানি বেড়েছে বলে জানালেন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) সভাপতি অশ্বিনী কুমার। গত শনিবার প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল হার্ডওয়্যার ফেয়ার ইন্ডিয়ার উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেন তিনি।

ভারতের অর্থনীতি ক্রমশ ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। ২০২৭ সালের মধ্যে ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া লক্ষ্য বলে জানালেন অশ্বিনী কুমার।

অশ্বিনী কুমারের মতো এফআইইও-র ডিরেক্টর জেনারেল তথা সিইও অজয় সহায়ও ভারতের রফতানি বৃদ্ধি নিয়ে আশাবাদী। তিনি বলেন, “২০৩০ সালের মধ্যে ভারতের রফতানিকৃত পণ্যের মূল্য ২ ট্রিলিয়ন ডলার নিয়ে যাওয়াই লক্ষ্য।”

গত ১০ বছরে ভারতীয় পণ্যের রফতানি অনেক বেড়েছে। তথ্য বলছে, ২০১৩-১৪ অর্থবর্ষে অর্থাৎ ইউপিএ সরকারের শেষ বছরে ভারত থেকে মোট ৪৬৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্য় রফতানি করা হয়েছিল। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে বিশ্ববাজারে ভারত মোট ৭৭৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। ফলে বিশ্ববাজারে গত এক দশকে ভারতের রফতানি বেড়েছে ৬৭ শতাংশ। এই তথ্য তুলে ধরে অজয় সহায় বলেন, এই গতিশীলতা বজায় রাখতে হবে।

কোয়েলমেসে প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিলিন্দ দীক্ষিত বলেন, বিশ্ববাজারে ভারতীয় হার্ডওয়্যার ও বিল্ডিং মেটেরিয়ালের চাহিদা ক্রমশ বাড়ছে। প্রসঙ্গত, প্রগতি ময়দানে এই মেলায় দেশ বিদেশের একাধিক কোম্পানি স্টল দিয়েছে। ৩৫টি দেশের ১০ হাজারের বেশি মানুষ মেলায় এসেছেন।

 

Next Article