AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market Crash: ইরানে আক্রমণ ইজরায়েলের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতের শেয়ার বাজার!

Stock Market Crash: মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচে পুড়েছে ভারতের শেয়ার বাজার। ভারতের প্রধান দুই সূচক নিফটি ৫০ এবং সেনসেক্স পড়েছে প্রায় ১ শতাংশের কাছাকাছি।

Share Market Crash: ইরানে আক্রমণ ইজরায়েলের, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতের শেয়ার বাজার!
Image Credit: Javier Ghersi/Moment/Getty Images
| Updated on: Jun 13, 2025 | 11:12 AM
Share

শুক্রবার মধ্যরাতে ইরানে এয়ার স্ট্রাইক ইজরায়েলের। ইজরায়েলি সেনা (IDF) বলছে, ইরান পরমাণু বোমা বানাচ্ছিল, আর সেই কারণেই নিজেদের অস্তিত্ব বজায় রাখতেই এই হামলা চালিয়েছে তারা। আর সকাল হতে না হতেই পাল্টা ড্রোন হামলা করে ইরান। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের বাতাবরণ তৈরি হতে না হতেই তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বাজার খুলতে না খুলতেই ৪০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছে জাপানি শেয়ার সূচক নিক্কেই। ২০০ পয়েন্টের বেশি পড়েছে চিনা সূচক হ্যাংসেং। পড়েছে দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকও।

যদিও পশ্চিমি দেশগুলোর শেয়ার সূচকের কী অবস্থা হয়েছে রা শুক্রবার সে দেশের বাজার না খুললে বোঝা খুবই মুশকিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, আসন্ন যুদ্ধের গন্ধে বৃহস্পতিবার কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ডাও ফিউচার, এস অ্যান্ড পির মতো সূচকগুলো।

তবে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার আঁচে পুড়েছে ভারতের শেয়ার বাজারও। ভারতের প্রধান দুই সূচক নিফটি ৫০ এবং সেনসেক্স পড়েছে প্রায় ১ শতাংশের কাছাকাছি। শুক্রবার বাজার খুলতেই ২১৬ পয়েন্ট পড়ে যায় নিফটি ৫০। সেনসেক্স পড়ে ৭৮৪ পয়েন্ট।

গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে নীচের দিকে নামছিল ভারতের শেয়ার সূচক। আর তার অন্যতম প্রধান কারণ অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি। আর ইরানে ইজরায়েলের আক্রমণের পর অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। আর সেই প্রভাব গিয়ে পড়েছে ভারতের শেয়ার বাজারে।

যুদ্ধ শুরুর আগেই দেখা গিয়েছে সোনার দাম বৃদ্ধি। কারণ, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনায় বাজার পড়বে, আঁচ করে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিয়ে চলে গিয়েছেন সোনায়। তবে, কবে যুদ্ধের আঁচ কমে, আবার স্বাভাবিক হয় বাজার, সেদিকেই তাকিয়ে রয়েছে বিনিয়োগকারীরা।