AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: ইন্টারনেটও লাগবে না, ট্রেনে বসে বুঝতে পারবেন কোথায় আছেন

Indian Railway: অ্যাপটিতে অবস্থান জানার জন্য তিনটি মোড রয়েছে। ইন্টারনেট, সেল টাওয়ার এবং জিপিএস। দ্বিতীয় ও তৃতীয় বিকল্প শুধুমাত্র ট্রেনে ভ্রমণের সময় ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে সেল টাওয়ার অপশনটি ইন্টারনেট ছাড়াই ট্রেনের লাইভ অবস্থা বুঝতে সাহায্য করবে।

Indian Railway: ইন্টারনেটও লাগবে না, ট্রেনে বসে বুঝতে পারবেন কোথায় আছেন
প্রতীকী ছবি।Image Credit: Twitter
| Updated on: Feb 16, 2024 | 6:29 AM
Share

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে সফর করার সময়, ট্রেনটি কোথায় থামছে তা বোঝা যায় না কখনও কখনও। অনেক সময় দেখা যায়, যেখানে ট্রেনটি দাঁড়াচ্ছে, তার কাছাকাছি কোনও স্টেশন বা কোনও সাইনবোর্ড নেই। এই কারণে ট্রেন কোথায়, সেটা জানা সম্ভব হয় না যাত্রীদের পক্ষে। আবার প্রত্যন্ত এলাকা দিয়ে ট্রেনটি যখন যায়, তখন ফোনে ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে যাত্রী বুঝতে পারেন না, তিনি ঠিক কোথায় আছেন। এবার সেই সমস্যার সমাধান পাবেন সহজেই। লাগবে না ইন্টারনেটও। ট্রেনের লাইভ অবস্থান খুঁজে পেতে পারেন যে কোনও জায়গা থেকে।

আপনার যদি স্মার্টফোন থাকে, তাহলে আপনার ফোনের অ্যাপ স্টোর বা প্লে স্টোরে যান। একটি অ্যাপ ডাউনলোড করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাপটি হল Where is My Train। ফোনে ইন্টারনেট না থাকলেও এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ট্রেনের সঠিক অবস্থান খুঁজে পেয়ে যাবেন।

এই অ্যাপটিতে অবস্থান জানার জন্য তিনটি মোড রয়েছে। ইন্টারনেট, সেল টাওয়ার এবং জিপিএস। দ্বিতীয় ও তৃতীয় বিকল্প শুধুমাত্র ট্রেনে ভ্রমণের সময় ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে সেল টাওয়ার অপশনটি ইন্টারনেট ছাড়াই ট্রেনের লাইভ অবস্থা বুঝতে সাহায্য করবে। যখন যে জায়গা দিয়ে ট্রেনটি যাচ্ছে সেই এলাকার মোবাইল টাওয়ারের সিগন্যাল ধরে সেল টাওয়ার মোডের মাধ্যমে অবস্থান জানা যাবে। নিকটতম টাওয়ার যেখানেই হোক না কেন, আপনি এই অ্যাপে তার অবস্থান দেখতে পাবেন।

ইন্টারনেট মোডে ট্রেনের লাইভ অবস্থান শুধু নয়, সব আপডেট জানা যায়। বেসরকারি সংস্থাগুলির অ্যাপ এখান থেকে তাদের ডেটা সংগ্রহ করে। অন্যদিকে, জিপিএস মোডের ক্ষেত্রে স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে। স্যাটেলাইটের সাহায্যে ট্রেনের লাইভ অবস্থান শনাক্ত করা যায়। ট্রেনের ভিতরে বসে থাকলে এই মোড সঠিক তথ্য দেয়।