Train ATM: পকেটে টাকা না থাকলে নো চিন্তা, চলন্ত ট্রেনেই এবার পাবেন ATM, বড় উদ্যোগ রেলের
Railways: ট্রেনে ইউপিআই বা অনলাইন লেনদেনের সুবিধা পাওয়া যায় না সবসময়। এবার ট্রেনে হঠাৎ টাকার দরকার পড়লে চিন্তা থাকবে না। চলন্ত ট্রেনেও পাবেন এটিএমের সুবিধা।

নয়া দিল্লি: লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় অনেকেরই ভয় থাকে চুরির। সেই কারণে পকেটে বেশি নগদ টাকা রাখতে ভয় পান। এদিকে ট্রেনে ইউপিআই বা অনলাইন লেনদেনের সুবিধা পাওয়া যায় না সবসময়। এবার ট্রেনে হঠাৎ টাকার দরকার পড়লে চিন্তা থাকবে না। চলন্ত ট্রেনেও পাবেন এটিএমের সুবিধা।
ভারতীয় রেলওয়ের তরফে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বই-মন্মদ পঞ্চবটি এক্সপ্রেসে ট্রায়াল ভিত্তিক অটোমেটেড টেলার মেশিন বা এটিএম চালু করেছে সেন্ট্রাল রেলওয়ে। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে ট্রেনের এয়ার কন্ডিশনড চেয়ারকার কোচে এই এটিএম বসানো হয়েছে। শাটার দরজাও বসানো হয়েছে সুরক্ষার জন্য।
ATM Service in running train by Bank of Maharashtra pic.twitter.com/adWxn74fFu
— Nandini Idnani 🚩🇮🇳 (@nandiniidnani69) April 15, 2025
শীঘ্রই যাত্রীরা চলন্ত ট্রেনে এই এটিএম ব্যবহার করতে পারবেন। রেলের কোচে প্রয়োজনীয় পরিবর্তনও করা হচ্ছে।
প্রসঙ্গত, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে নাসিকের মন্মদ অবধি চলে এই পঞ্চবটি এক্সপ্রেস। সাড়ে চার ঘণ্টার যাত্রাপথের এই ট্রেনেই আপাতত এটিএম পরিষেবা চালু করা হয়েছে। যদি যাত্রীদের থেকে ইতিবাচক সাড়া মেলে, তবে বাকি ট্রেনেও এই পরিষেবা চালু করা হবে।





