Railways: মহিলাদের জন্যই এই বিশেষ সুবিধা দেয় রেল, আপনি কি জানেন নিয়ম?
Railways: যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাদের মধ্যে অনেকেই রেলের নানা নিয়ম সম্পর্কে জানেন না। এই যেমন মহিলা যাত্রীদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়।

নয়া দিল্লি: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নানা পরিষেবা দেয় ভারতীয় রেল। নতুন নতুন পরিকল্পনাও আনা হচ্ছে। যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাদের মধ্যে অনেকেই রেলের নানা নিয়ম সম্পর্কে জানেন না। এই যেমন মহিলা যাত্রীদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়। আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন, তবে এই নিয়মগুলি জেনে রাখতে আপনিই উপকৃত হবেন।
রেলওয়েতে মহিলা যাত্রীদের সুবিধার জন্য বার্থের বিশেষ সুবিধা দেওয়া হয়। যেহেতু মহিলাদের মিডল বা আপার বার্থে উঠতে সমস্যা হতে পারে, সেই কথা মাথায় রেখে ৪৫ বছরের উর্ধ্বে মহিলা, প্রতিবন্ধী ও গর্ভবতী মহিলাদের জন্য লোয়ার বার্থে সিটের সুবিধা দেওয়া হয়।
রেলওয়ের স্বয়ংক্রিয় টিকিট ব্যবস্থাতেই এই বিশেষ সুবিধা দেওয়া হয় মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে মহিলা, প্রবী নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়। অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে, নিজের পছন্দের সিট বুকিংয়ের অপশন দেওয়া হয়।
ভারতীয় রেলওয়ে প্রতিটি শ্রেণীর বগিতেই প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী এবং গর্ভবতী মহিলাদের জন্য কিছু আসন সংরক্ষিত রাখে। স্লিপার ক্লাসে (SL) প্রতিটি কোচে ৬-৭টি আসন লোয়ার বার্থ হিসেবে সংরক্ষিত থাকে। থার্ড এসি (3AC) তে ৪-৫টি আসন সংরক্ষিত থাকে বিশেষ যাত্রীদের জন্য। সেকেন্ড এসি (2AC) তে ৩-৪টি আসন লোয়ার বার্থ পাওয়া যায়।
প্রসঙ্গত, রেলওয়ে টিকিট বুকিং ব্যবস্থায় একটি স্বয়ংক্রিয় অ্যালগরিদম রয়েছে। প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী বা গর্ভবতী মহিলা যাত্রীরা তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই রেল অগ্রাধিকারের ভিত্তিতে তাদের লোয়ার বার্থ বরাদ্দ করে।





