Indian Railways: ২০ টাকায় লুচি-সবজি, ৫০ টাকায় দুপুর-রাতের খাবার! জলের দরে খাবার বিক্রির সিদ্ধান্ত রেলের
Food At Railway Platform: রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাত্র ২০ টাকা থেকেই খাবার মিলবে প্ল্যাটফর্মে। দুপুর ও রাতের খাবার পাওয়া যাবে মাতের ৫০ টাকায়। উত্তর থেকে দক্ষিণ ভারতীয়, সব ধরনের খাবারই পাওয়া যাবে।
নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন লোকাল ও দূরপাল্লার ট্রেনে। যাত্রী পরিষেবাকেই বরাবর প্রাধান্য দেয় ভারতীয় রেল। কম খরচে যাত্রীদের খাবার ও পানীয় জল তুলে দিতে এবার নতুন পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ। এবার থেকে ট্রেনের পাশাপাশি প্ল্যাটফর্মগুলিতেও খাবার পাওয়া যাবে, তাও আবার কম খরচে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাত্র ২০ টাকা থেকেই খাবার মিলবে প্ল্যাটফর্মে। দুপুর ও রাতের খাবার পাওয়া যাবে মাতের ৫০ টাকায়। উত্তর থেকে দক্ষিণ ভারতীয়, সব ধরনের খাবারই পাওয়া যাবে। ট্রেনের জেনারেল কামরার সামনেই বিক্রি করা হবে এই খাবার, যাতে সাধারণ যাত্রীরা সহজেই খাবার কিনতে পারেন।
কী কী খাবার পাওয়া যাবে?
- মাত্র ২০ টাকায় পাওয়া যাবে পুরী-সবজি। সাতটি লুচি বা পুরীর সঙ্গে শুকনো আলুর তরকারি ও আচার পাওয়া যাবে।
- ৫০ টাকায় পাওয়া যাবে রাজমা-চাওয়াল, ছোলে-চাওয়াল, খিচুড়ি, কুলচা, ছোলে ভাটুরে, পাও ভাজি, মশলা ধোসা।
- পাওয়া যাবে বিরিয়ানিও। ভেজ বিরিয়ানি পাওয়া যাবে ৭০ টাকায়, ডিম বিরিয়ানি পাওয়া যাবে ৮০ টাকায়। চিকেন বিরিয়ানি পাওয়া যাবে ১০০ টাকায়।
খাবারের পাশাপাশি প্যাকেটজাত জলও পাওয়া যাবে প্ল্যাটফর্মগুলিতে।
রেলের তরফে জানানো হয়েছে, আপাতত ছয় মাসের জন্য ট্রায়াল পদ্ধতিতে খাবার বিক্রি করা হবে। বর্তমানে দেশের ৫১টি রেলস্টেশনে এই খাবার পাওয়া যাচ্ছে। আরও ১৩টি স্টেশনে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রেলওয়ের।