AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained, Indian Share Market Crisis: যুদ্ধে টলল না, বিনা-যুদ্ধে কেন রক্তাক্ত হচ্ছে ভারতের শেয়ার বাজার?

Share Market Fall: আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি একাধিক বিষয় টলাতে পারেনি ভারতের বাজারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় পৃথিবীর একাধিক দেশের শেয়ার বাজারে ধস নেমেছিল। এতদিন যে ভারতের বাজারকে টলাতে পারেনি বিভিন্ন ইস্যু, সেই বাজারে হঠাৎ কী হল?

Explained, Indian Share Market Crisis: যুদ্ধে টলল না, বিনা-যুদ্ধে কেন রক্তাক্ত হচ্ছে ভারতের শেয়ার বাজার?
| Updated on: Jan 28, 2025 | 8:19 PM
Share

গত চার মাস ধরে দালাল স্ট্রিটে হাহাকার। যা আরও বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে। গত ২৬ সেপ্টেম্বর বাজার বন্ধ হয়েছিল ২৬ হাজার ২১৬ পয়েন্টে। তারপর ২৭ তারিখ বাজার খোলার পরই সর্বোচ্চ ২৬ হাজার ২৭৭.৩৫ পয়েন্ট ছুঁয়ে ছিল নিফটি ৫০। সেই পতনের শুরু। গত ৪ মাসে প্রায় ১২ শতাংশ পড়েছে এই সূচক। স্বস্তি নেই সেনসেক্সেও। ২৬ সেপ্টেম্বর সর্বোচ্চ ৮৫ হাজার ৯৭৮ পয়েন্ট ছোঁয়ার পর গত ৪ মাসে প্রায় ১১.২৪ শতাংশ পড়ে ২৪ জানুয়ারি বাজার বন্ধের সময় ৭৬ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়ায় এই সূচক। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি একাধিক বিষয় টলাতে পারেনি ভারতের বাজারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় পৃথিবীর একাধিক দেশের শেয়ার বাজারে ধস নেমেছিল। জার্মানির মিউনিখ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন