Share Market News: সামান্য পড়েছে ভারতের বাজার, বৃদ্ধি দেখা গিয়েছে সেক্টোরিয়াল কয়েকটি সূচকে!
Sensex-Nifty 50: আজ সামান্য পড়েছে নিফটি ৫০। ৮২ পয়েন্ট পড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স পড়েছে ৩১৫ পয়েন্ট।

আজ ২৪ এপ্রিল। সামান্য পড়েছে নিফটি ৫০। ৮২ পয়েন্ট পড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স পড়েছে ৩১৫ পয়েন্ট।
কয়েকটি সেক্টোরিয়াল সূচক ছাড়া আজ পড়েছে প্রায় সব সূচকই। ১৬৮ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ১৪০ পয়েন্ট পড়েছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ৩১৫ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স।
যদিও এর মধ্যেও আজ বেড়েছে কয়েকটি সেক্টোরিয়াল সূচক। ১৬ পয়েন্ট বেড়েছে নিফটি মেটাল সূচক। ২৩৫ পয়েন্ট বেড়েছে নিফটি ফার্মা। অন্যদিকে, নিফটি কমোডিটিস সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে ফিউশন ফাইন্যান্স রাইটস, মোদী রবার, এডেলকো হাউসিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, রেপ্রো ইন্ডিয়া, জিএসএস ইনফোটেক।
আজ পড়ল যারা:
আজ পড়েছে একাধিক শেয়ারের দাম। লোয়ার সার্কিট হিট করেছে স্টারলাইট টেকনোলজিস। এ ছাড়াও পড়েছে সিনজিনি ইন্টারন্যাশনাল, ডিজি কন্টেন্ট, মঙ্গলম গ্লোবাল এন্টারপ্রাইজ, ডিজে মিডিয়াপ্রিন্ট অ্যান্ড লজিস্টিক্সের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে হিন্দুস্তান ইউনিলিভার, এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ইন্ড ব্যাঙ্ক মার্চেন্ট, ফ্যামিলি কেয়ার হস্পিটাল, অ্যাসেলিয়া সলিউশন, টেক মাহিন্দ্রা, এসবিআই লাইফ ইন্সিওরেন্স ও সিএলএন এনার্জি।
- আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে সহজ সোলার, নেসলে ইন্ডিয়া, জয়শ্রী কেমিক্যালস, নিউ মার্কেটস অ্যাডভাইসরি, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, সুমিত ইন্ডাস্ট্রিজ, শান্তি গিয়ারস, রাজো ইঞ্জিনিয়ার্স, ক্রেটো সিসকন, সায়েন্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক, এল অ্যান্ড টি টেকনোলজি, আইইএস, আভাস ফাইন্যান্সার্স, ম্যাক্রোটেক ডেভস ও সুদর্শন ফার্মা।
- বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে বিডিআর বিল্ডকন, প্রাইম সিকিওরিটিজ, এসিসি, নেলকো, কির্লোস্কার নিউম্যাটিক, আর্টসন, ইবিএনএল, এমফ্যাসিস, সুমেরু ইন্ডাস্ট্রিজ, অ্যাকডেরে, টানলা প্ল্যাটফর্মস, পার্সিস্টেন্ট সিস্টেমস, আদানি এনার্জি সলিউশন, ওয়ারি টেকনোলজিস, লরাস ল্যাবস, স্টার্লিং, এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট ও ফোর্বস প্রেসিশন টুলস।
- আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, ইউপিএল, এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টস, জেকে সিমেন্ট, বিএসই, বাজাজ ফিনসার্ভ, ডিভি’স ল্যাবরোটরিস, লরাস ল্যাবস, অ্যাস্ট্রাজেনেকা ফার্মা, নবীন ফ্লুরিন ইন্টারন্যাশনাল, বাজাজ ফাইন্যান্স, গ্ল্যাক্সো স্মিথ কাইন।
- কোনও সংস্থাই আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।
*২৪ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
