Nifty 50-Sensex: আগামী ৯ বছরে ৭২,০০০ ছুঁয়ে ফেলবে নিফটি? আড়াই লক্ষে গিয়ে ঠেকবে সেনসেক্স?
Indian Equity Market: এই প্যাটার্ন আগামীতেও চলতে থাকবে? এমন যদি হয় ২০৩৪ সালে নিফটি গিয়ে দাঁড়াবে ৭২,০০ পয়েন্টে।

ভারতের প্রধান ২ বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স। আর এই দুই সূচকের মধ্যে এক অদ্ভূত সাদৃশ্য বের করেছেন বিশেষজ্ঞরা। যদিও তা থেকে ট্রেন্ড বের করে ফেলাই যায়, তবে ভবিষ্যত বলা যায় না।
ইতিহাস কী বলে?
তথ্য বলছে, ২০০৪ সালে নিফটি ছিল ২,০০০ পয়েন্টে। আর সেনসেক্স ছিল ৬,৫০০ পয়েন্টে। তার ঠিক ১০ বছর পর ২০১৪ সালে দেখা গেল এক অবাক কাণ্ড। এর মধ্যে ২০০৮ সালের শেয়ার মার্কেট একবার ক্র্যাশ হয়ে গিয়েছে। ২০১৪ সালে নিফটি দাঁড়িয়েছিল ৬,৫০০ পয়েন্টে। অন্যদিকে, সেনসেক্স বেড়ে দাঁড়িয়েছে ২২,০০০ পয়েন্টের আশেপাশে।
২০০৪ থেকে ২০১৪ এর মধ্যে একটা বিরাট মার্কেট ক্র্যাশ সামলেও প্রায় ২২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। এবং আরও অবাক করে এটা যে ১০ বছর আগে ঠিক যে জায়গায় ছিল সেনসেক্স, সেখানে দাঁড়িয়ে রয়েছে নিফটি। এর পরের ১০ বছরেও এই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। ২০২৪ সালে নিফটি ৫০ পৌঁছে যায় প্রায় ২২,০০০-এর আশেপাশে। ঠিক যেখানে ২০১৪ সালে ছিল সেনসেক্স। অন্যদিকে, সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৭২,০০০ পয়েন্টে।
২০১৪ থেকে ২০২৪-এর মধ্যে প্রায় ২৩৮ শতাংশ রিটার্ন দিয়েছে মার্কেট। আর এখানেই উঠছে ওই ট্রেন্ডের বিষয়টা। ২০০৪ থেকে ২০২৪-এর মধ্যে প্রতি ১০ বছরে সেনসেক্সকে রেপ্লিকেট করছে নিফটি। এবং যে হারে বাড়ছে এই দুই সূচক, তাতে আশার আলো দেখছে বাজার বিশেষজ্ঞরা।
নিফটি কি তবে…?
তবে কি এই প্যাটার্ন আগামীতেও চলতে থাকবে? এমন যদি হয় ২০৩৪ সালে নিফটি গিয়ে দাঁড়াবে ৭২,০০ পয়েন্টে। আর সেনসেক্স পৌঁছে যেতে পারে ২,৫০,০০০ পয়েন্টে। তবে, এটা কিন্তু শুধুমাত্র ট্রেন্ড। কোনও বিশেষজ্ঞ কিন্তু এমন কোনও আভাস একদমই দিচ্ছেন না। টিভি নাইন বাংলাও বলছে না যে এমন কিছু ঘটবে, বা ঘটতে পারে। এই বিষয়টা হয়তো শুধুমাত্র কাকতালীয়। কারণ, অতীতে কী হয়েছে, তার সঙ্গে আগামীতে কত রিটার্ন আসবে, তার কোনও সম্পর্ক নেই।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





