কলকাতা: বিয়ে করার কিন্তু একটা অর্থনৈতিক ফায়দা রয়েছে। শুনতে আজব লাগলেও, এমনটাই জানাচ্ছে ওয়াকিবহাল মহল। একটি সমীক্ষা অনুযায়ী, গড়ে প্রতিটি ভারতীয় নিজেদের বিবাহ অনুষ্ঠান ঘিরে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি খরচ করে ফেলেন। সাধারণভাবেই, শুনতে কিছুটা ‘বাজে খরচের’ মতো লাগলেও, বিয়ের পর সুদে-আসলে এই টাকা তুলে ফেলতে পারবেন আপনি। এমনটাই বলছে বিশেষজ্ঞরা।
কিন্তু কীভাবে? তাদের মতে, বিয়ে করে অনেক টাকা ট্যাক্সে বাঁচাতে পারবে যে কেউই। তবে অজ্ঞানতার বশে অনেকেই এই পদ্ধতিগুলি ব্যবহার করেন না অনেকেই।
হোম লোনে ট্যাক্স বাঁচানো
বিয়ের পর নিজের ও স্ত্রী’র জন্য আলাদা একটা বাড়ি কেই বা চায় না? আর সেই বাড়ি বা ফ্ল্যাট কিনতে গিয়ে হিমশিম খেতে হয় অনেককে। একে মাথায় বাড়তি করের চাপ, আর সেই চাপে দোসর হয় EMIও। জানা যাচ্ছে, হোম লোনে বেশ অনেকটা ট্যাক্স বাঁচাতে পারবেন বিবাহিত দম্পতিরা। কিন্তু তার জন্য মানতে হবে একটা পদ্ধতি। দু’জনের মধ্যে সমান ভাগে ভেঙে নিতে হবে লোনটিকে। আর সেকশন ৮০সি আওতায় তবেই মিলবে করে ছাড়।
স্বাস্থ্য বীমায় ছাড়
আয়কর আইনের ৮০ডি ধারা অনুযায়ী, দু’জনের নামে স্বাস্থ্য বীমার মাধ্যমে ২৫ হাজার টাকা পর্যন্ত বীমার প্রিমিয়ামে কর বাঁচাতে পারবেন বিবাহিত দম্পতিরা।
কর বাঁচাতে পারবেন সন্তানের পড়াশোনা খরচেও
কর বাঁচানো সম্ভব হবে সন্তানের পড়াশোনার খরচের মাধ্যমেও। কিন্তু কীভাবে? জানা গিয়েছে, আয়কর আইনের ধারা ৮০সি-এর আওতায় তিন লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন এক কর্মরত দম্পতিরা।
কর বাঁচবে ঘোরার ছুতোয়
যদি আপনি এবং আপনার স্ত্রী উভয়েই একজন ট্যাক্সপেয়ার হন, তবে ঘুরে বেরিয়েই বাঁচাতে পারবেন কর। শুধু একটা শর্ত, চার বছরের ৮টার বেশি ভ্রমণ হওয়া যাবে না।