AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC Dhan Sanchay Policy : এককালীন ২২ লক্ষ টাকা! বিনিয়োগ করুন LIC-র এই পলিসিতে

LIC Dhan Sanchay Policy : LIC-র এই পলিসিতে বিনিয়োগ করলে এককালীন মিলতে পারে ২২ লক্ষ টাকা। এছাড়াও ৩.৩০ লক্ষ এবং ২.৫০ লক্ষ টাকা রিটার্নেরও পলিসি রয়েছে।

LIC Dhan Sanchay Policy : এককালীন ২২ লক্ষ টাকা! বিনিয়োগ করুন LIC-র এই পলিসিতে
ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 9:30 AM
Share

বর্তমান বিমা সংস্থাগুলির মধ্যে ভরসাযোগ্য হল জীবন বিমা সংস্থা (Life Insrance Company)। বিনিয়োগকারীরা LIC তে বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের স্থায়ী আমানতের মতোই LIC তে বিনিয়োগ করেন অনেকেই। LIC-র বেশ কিছু পলিসি রয়েছে যাতে বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। যেকোনও ধরনের ও যেকোনও বয়সের জন্যই এই সংস্থার বিনিয়োগের প্ল্যান রয়েছে। এর মধ্যে একটি হল LIC ধন সঞ্চয় পলিসি।

LIC ধন সঞ্চয় পলিসি কী?

LIC-র এই পলিসি সুরক্ষা ও সঞ্চয় দুটোই একসঙ্গে দিয়ে থাকে। এই পলিসি হোল্ডারের কোনওভাবে মৃত্য়ু হলে এই LIC পলিসি মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। এছাড়াও ম্য়াচুরিটির পর থেকে আয়ের সুবিধাও দেয়।

LIC ধন সঞ্চয় পলিসির আওতায় কীভাবে ২২ লক্ষ টাকা পাবেন?

বার্ষিক বা নিয়মিত প্রিমিয়াম পেমেন্টের উপর ভিত্তি করে LIC ধন সঞ্চয় পলিসির চার রকমের সুবিধা দিয়ে থাকে। নীচে বর্ণনা দেওয়া হল :

নিয়মিত / সীমিত প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে :

অপশন A : লেভেল আয়ের সুবিধা (Level Income Benefit)

অপশন B : ক্রমবর্ধমান আয়ের সুবিধা (Increasing Income Benefit)

একক প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে :

অপশন C : একক প্রিমিয়াম লেভেল আয়ের সুবিধা (Single Premium Level Income Benefit)

অপশন D : লেভেল আয়ের সুবিধা সহ একক প্রিমিয়ামের বাড়তি কভার (Single Premium Enhanced Cover With Level Income Benefit)

এই চারটি অপশনের মধ্যে যেকোনও একটি বেছে নিতে পারেন বিনিয়োগকারীরা। অপশন A ও B এর ক্ষেত্রে LIC ধন সঞ্চয় পলিসির আওতায় পলিসি হোল্ডারের মৃত্য়ু হলে এককালীন ৩.৩০ লক্ষ টাকা মিলবে। যেখানে অপশন C এর ক্ষেত্রে মিলবে ২.৫০ লক্ষ টাকা। তবে সবথেকে বেশি রিটার্ন রয়েছে অপশন D এর ক্ষেত্রে। এই পলিসি করালে মিলবে ২২ লক্ষ টাকা।