HDFC-LIC: HDFC ব্যাঙ্কের ৯.৯৯ শতাংশ শেয়ার কেনার ছাড়পত্র পেল LIC
HDFC-LIC: আরবিআই-এর নিয়ম অনুযায়ী, কোনও প্রতিষ্ঠান যদি কোনও ব্যাঙ্কের শেয়ার কিনতে চায়, তাহলে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন নিতে হয়। গত বছর একই ভাবে এইচডিএফসসি ব্যাঙ্কের শেয়ার কেনার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড-কে। সে ক্ষেত্রেও ৯.৯৯ শতাংশ শেয়ার কেনার অনুমোদন দেওয়া হয়েছিল।
নয়া দিল্লি: এইচডিএফসসি (HDFC) ব্যাঙ্কের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনতে পারবে জীবন বিমা নিগম (LIC)। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে মিলল ছাড়পত্র। বর্তমানে এলআইসি-র হাতে রয়েছে ওই ব্যাঙ্কের ৫.১৯ শতাংশ শেয়ার। শেয়ার বাড়ানোর জন্য আরবিআই-এর কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছে আরবিআই। এক বছরের মধ্যে ৯.৯৯ শতাংশ শেয়ার রাখতে পারবে এলআইসি। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী, এই ছাড়পত্র দেওয়া হয়েছে এলআইসি-কে।
আরবিআই-এর নিয়ম অনুযায়ী, কোনও প্রতিষ্ঠান যদি কোনও ব্যাঙ্কের শেয়ার কিনতে চায়, তাহলে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন নিতে হয়। গত বছর একই ভাবে এইচডিএফসসি ব্যাঙ্কের শেয়ার কেনার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড-কে। সে ক্ষেত্রেও ৯.৯৯ শতাংশ শেয়ার কেনার অনুমোদন দেওয়া হয়েছিল।
তবে যে সব প্রতিষ্ঠান শেয়ার কেনার যোগ্য, তাদের ক্ষেত্রে ৫ শতাংশ শেয়ার কেনার জন্য আর কোনও অনুমোদন প্রয়োজন হয় না। ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে দেখা যায়, এইচডিএফসি ব্যাঙ্কের নেট প্রফিট বা মোট লাভ ২.৬৫ শতাংশ বেড়ে ১৭ হাজার ২৫৮ কোটি টাকা হয়। এর আগে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে এই লাভের অঙ্ক ছিল ১৬ হাজার ৮১১ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এইচডিএফসি-র লাভের ক্ষেত্রে একটা সামঞ্জস্য রয়েছে। শেষ ত্রৈমাসিকে ব্যাঙ্কের আয় বেড়ে হয়েছে ২৮ হাজার ৪৭০ কোটি টাকা।