AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Life Insurance: জীবনবিমা ও টার্ম পলিসির পার্থক্য কী? কোনটিতে কী সুবিধা মিলবে?

Insurance policy: বিমার প্রতি মানুষের উৎসাহ আরও বেড়েছে। তবে বাজারে অনেক ধরনের বিমা পলিসি রয়েছে। কোনও বিমা পলিসি কেনার আগে তার বিভিন্ন দিক বুঝে নেওয়া জরুরি। অনেক সময় জীবনবিমা এবং টার্ম পলিসির মধ্যে পার্থক্য সম্পর্কে বিভ্রান্ত হন গ্রাহকেরা। তাই সেই পার্থক্য জেনে নেওয়া জরুরি।

Life Insurance: জীবনবিমা ও টার্ম পলিসির পার্থক্য কী? কোনটিতে কী সুবিধা মিলবে?
প্রতীকী ছবি।Image Credit: Pexels
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 12:01 AM
Share

নয়া দিল্লি: করোনা মহামারির পর থেকে মানুষের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা বেড়েছে। এই মহামারী মানুষকে তাদের স্বাস্থ্যের যত্ন নিতে এবং যে কোনও জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে শিখিয়েছে। যার ফলে বিমার প্রতি মানুষের উৎসাহ আরও বেড়েছে। তবে বাজারে অনেক ধরনের বিমা পলিসি রয়েছে। কোনও বিমা পলিসি কেনার আগে তার বিভিন্ন দিক বুঝে নেওয়া জরুরি। অনেক সময় জীবনবিমা (Life Insurance) এবং টার্ম পলিসির (Term Policy) মধ্যে পার্থক্য সম্পর্কে বিভ্রান্ত হন গ্রাহকেরা। তাই সেই পার্থক্য জেনে নেওয়া জরুরি।

জীবনবিমা এবং টার্ম পলিসির পার্থক্য কি?

টার্ম পলিসি বা মেয়াদী বিমা এবং সাধারণ জীবনবিমার মধ্যে পার্থক্য রয়েছে। মেয়াদী বিমা হল এক ধরনের জীবনবিমা, যা শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয়। যেমন ১০, ২০ বা ৩০ বছরের জন্য। এই বিমা বিমা করা ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। মেয়াদী বিমার প্রিমিয়াম কম। তবে গ্রাহকের মৃত্যুর পর তার পরিবার বিমার টাকা পাবে। মেয়াদী পলিসির সময়সীমার মধ্যে গ্রাহকের মৃত্যু হলেও একই পরিমাণ বিমার টাকা পাওয়া যায়। উদাহরণস্বরূপ, ধরুন আপনি ১ কোটি টাকার একটি টার্ম প্ল্যান নিয়েছেন যাতে মৃত্যুকভারেজও অন্তর্ভুক্ত থাকে, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পর তার পরিবার ১ কোটি টাকা পাবে।

অন্যদিকে, সাধারণ জীবনবিমা হল এক প্রকার স্থায়ী বিমা। যেখানে বিমা প্রিমিয়াম জমা হয় এবং এর একটি অংশ বিনিয়োগ হিসাবেও কাজ করে। মৃত্যু ছাড়াও অন্যান্য বিভিন্ন জরুরি অবস্থার জন্যও তহবিল সরবরাহ করা হয়। এই জীবন বিমায় প্রিমিয়াম বেশি। তবে বিমার মেয়াদকালের মধ্যে গ্রাহক যদি কোনও জরুরি অবস্থার কারণে আর বিমা চালাতে না পারেন, তাহলে তিনি প্রিমিয়ামের একটি অংশ ফেরত পেতে পারেন।

আপনার পছন্দ অনুযায়ী বাছাই করুন

সাধারণ জীবনবিমা এবং টার্ম পলিসি- উভয় ধরনের বিমা পলিসিরই আলাদা সুবিধা এবং অসুবিধা রয়েছে। মেয়াদী বিমার কম প্রিমিয়াম, কিন্তু মাঝপথে বন্ধ করে দিলে কোনও ফেরৎ নেই। আর সাধারণ জীবনবিমায় প্রিমিয়াম বেশি, তবে কিছু নামমাত্র রিটার্নের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত চাহিদা এবং আর্থিক পরিকল্পনার উপর ভিত্তি করে গ্রাহক বিমা পছন্দ করতে পারেন