Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC: অন্যের ভুলে ‘জখম’ LIC! ধুয়ে মুছে সাফ ৯৬৫,০০,০০,০০০ কোটি টাকা

LIC: সেই ব্যাঙ্কের ডেরিভেটিভ অ্য়াকাউন্টে মিলেছে গরমিল। জানা গিয়েছে, দেড় কোটি টাকার উপর অর্থের হদিশ পাচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর এই খবর প্রকাশ্যে আসতেই চাপের মুখে পড়েন বিনিয়োগকারীরা।

LIC: অন্যের ভুলে 'জখম' LIC! ধুয়ে মুছে সাফ ৯৬৫,০০,০০,০০০ কোটি টাকা
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Mar 14, 2025 | 3:23 PM

নয়াদিল্লি: একটা ভুল। আর তাতেই সব শেষ। অন্যের পাপের ‘ফল’ ভুগতে হল ভারতের অন্যতম জীবন বিমা সংস্থা LIC-কে। মঙ্গলবার যখন নিজেদের অভ্যন্তরীণ গরমিলের জেরে হুড়মুড়িয়ে দর পড়ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের। সেই সময়েই ক্ষতির মুখে পড়ল LIC।

জানা গিয়েছে, বেসরকারি ব্যাঙ্ক ইন্ডাসইন্ডের শেয়ারের পতনের জেরে আঘাত পড়েছে LIC-এর পোর্টফোলিওতে। এই বেসরকারি ব্যাঙ্কের ৫.২৩ শতাংশ শেয়ার ছিল ভারতীয় জীবন বিমা সংস্থা LIC-এর আওতায়। গত পাঁচ বছরে শেয়ার বাজারে এই ব্যাঙ্কের দর পড়েছে প্রায় ৩৪ শতাংশ। যার জেরে ক্ষতির মুখে পড়তে হল LIC-কেও। কমে গেল মার্কেট ভ্য়ালু। ৩ হাজার ৩৯৮ কোটি টাকা থেকে পড়ল ২ হাজার ৪৩৪ কোটি টাকায়। মাঝে ধুয়ে মুছে সাফ ৯৬৫ কোটি টাকা।

কী কারণে এমন হাল ইন্ডাসইন্ড ব্যাঙ্কের?

সেই ব্যাঙ্কের ডেরিভেটিভ অ্য়াকাউন্টে মিলেছে গরমিল। জানা গিয়েছে, দেড় কোটি টাকার উপর অর্থের হদিশ পাচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর এই খবর প্রকাশ্যে আসতেই চাপের মুখে পড়েন বিনিয়োগকারীরা। শুরু হয় শেয়ার বিক্রি। আর তাতেই হুড়মুড়িয়ে পড়ে যায় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার।

উল্লেখ্য, শুধুই কিন্তু LIC নয়। ইন্ডাসইন্ড ব্য়াঙ্কের ‘পাপের ফল’ ভুগতে হয়েছে আরও বেশ কিছু মিউচুয়াল ফান্ডকেও। মঙ্গলবার, ইন্ডাসইন্ডের শেয়ার পতনের জেরে ১৫টি মিউচুয়াল ফান্ডের সম্মিলিত ভাবে ১.২৭ কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে বলে খবর। এই মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে রয়েছে বন্ধন মিউচুয়াল ফান্ড, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, মোতিলাল ওসোয়াল মিউচুয়ালের ফান্ড, এলআইসি মিউচুয়াল ফান্ড।