Price Cut: দুধ-পনির থেকে ঘি-মাখন, সরকারের এই সিদ্ধান্তে দাম কমতে পারে একাধিক পণ্যের
এছাড়া ৭,৫০০ টাকা পর্যন্ত ঘর ভাড়ার হোটেল, নন-ইকোনমি ক্লাসে বিমানে যাত্রী পরিবহন, কিছু নির্মাণ কাজ, কিছু মাল্টিমোডাল পরিবহন পরিষেবা এবং কিছু বাণিজ্যিক কাজও এই ১২ শতাংশের জিএসটি স্ল্যাবে পড়ে।

নয়া দিল্লি: শীঘ্রই বড় ঘোষণা করতে পারে জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিলের সভায় ১২ শতাংশ জিএসটি ট্যাক্স স্ল্যাব বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে। যদি তাই হয়, তাহলে দুধ, দই, পনির থেকে শুরু করে অনেক কিছুর দামই কমবে বলে জানা যাচ্ছে।
১২ শতাংশের ট্যাক্স স্ল্যাবে পড়ে, এমন কিছু পণ্য ১৮ শতাংশ স্ল্যাবে রাখা যেতে পারে। তবে, সরকার চায় যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবে রাখা হোক।
১২ শতাংশ GST স্ল্যাবের আওতায় যে পণ্যগুলি পড়ে, সেগুলি হল- মাখন, ঘি, প্রক্রিয়াজাত খাবার, বাদাম, মোবাইল, ফলের রস, শাক-সবজি, ফল, বাদাম, গাছের বিভিন্ন অংশ দিয়ে তৈরি জিনিসপত্র অর্থাৎ আচার, জ্যাম, চাটনি, জেলি, প্যাকেটজাত নারকেল জল, ছাতা, ১০০০ টাকার বেশি মূল্যের পোশাক, ১০০০ টাকা পর্যন্ত মূল্যের জুতো ইত্যাদি।
এছাড়া ৭,৫০০ টাকা পর্যন্ত ঘর ভাড়ার হোটেল, নন-ইকোনমি ক্লাসে বিমানে যাত্রী পরিবহন, কিছু নির্মাণ কাজ, কিছু মাল্টিমোডাল পরিবহন পরিষেবা এবং কিছু বাণিজ্যিক কাজও এই ১২ শতাংশের জিএসটি স্ল্যাবে পড়ে।
বর্তমানে জিএসটির আওতায় ৪টি কর স্ল্যাব রাখা হয়েছে। যার মধ্যে ৫ শতাংশ ট্যাক্স স্ল্যাব হল সবচেয়ে কম। এরপর রয়েছে ১২ শতাংশ ট্যাক্স স্ল্যাব, যা বাতিল করার কথা বলা হচ্ছে। এরপরে আছে ১৮ শতাংশ ট্যাক্স স্ল্যাব ও ২৪ শতাংশ ট্যাক্স স্ল্যাব।
