AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investment: চার বছরে পয়সা ডাবল, ১৬ লক্ষ কোটির বাজার! এই ব্যবসার কথাই বলেছেন নিখিল কামাথও!

Invest in This Sector: নিজেদের শরীর সুস্থ রাখতে ভারতীয়রা একাধিক পন্থা গ্রহণ করেছেন। অনেকে জিম করেন। অনেকে হাঁটেন বা সাইক্লিং করেন। অনেকে আবার নিজের বাড়িতেই ওয়ার্কআউট করেন।

Investment: চার বছরে পয়সা ডাবল, ১৬ লক্ষ কোটির বাজার! এই ব্যবসার কথাই বলেছেন নিখিল কামাথও!
Image Credit: Getty Images
| Updated on: Jun 22, 2025 | 6:42 PM
Share

সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে উৎসাহ বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু কোথায় বিনিয়োগ করা লাভজনক হবে? বিশেষজ্ঞরা বলছেন ভারতের হসপিটাল ও হেলথ কেয়ার সেক্টর আগামীতে দারুণ পারফর্ম করবে। ব্রোকারেজ ফার্ম জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথও একই কথা বলছেন।

নিখিল কামাথ বলছেন, আগে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো মানুষের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না। কিন্ত বর্তমানে মানুষের কাছে শরীরের যত্ন নেওয়ার বিষয়টা অগ্রাধিকার পায়”। আর ভারতের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা শুধুমাত্র চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এমন নয়। বর্তমানে মানুষ সুস্থ অবস্থাতেই নিজের স্বাস্থ্যের যত্ন নেয়। আর এর ফলেই এই সেক্টর বিনিয়োগের জন্য আদর্ষ বলে মনে করছেন নিখিল কামাথ।

তথ্য বলছে, ভারতের হসপিটাল ও হেলথ কেয়ার সেক্টর ২০২৫ সালের মধ্যে ১৬ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে। আর এর মধ্যে শুধুমাত্র ফিটনেস সেক্টরই থেকে ৮ লক্ষ কোটি টাকা। আর এই বাজার গত ৪ বছরের মধ্যে দ্বিগুণ হয়েছে। আর আগামীতে এই সেক্টর আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিজেদের শরীর সুস্থ রাখতে ভারতীয়রা একাধিক পন্থা গ্রহণ করেছেন। অনেকে জিম করেন। অনেকে হাঁটেন বা সাইক্লিং করেন। অনেকে আবার নিজের বাড়িতেই ওয়ার্কআউট করেন। ভারতে যে ভাবে ডেস্ক জবের পরিমাণ বেড়েছে, একই ভাবে বেড়েছে ফিটনেস ধরে রাখার চেষ্টাও। ফলে, আগামীতে এই সেক্টর যে বিনিয়োগকারীকে মালামাল করতেই পারে, তা একপ্রকার বলাই যায়।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।