SBI Special FD: বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে SBI, বিনিয়োগের সময়সীমা জেনে নিন
নয়াদিল্লি: গ্রাহকদের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এনেছে ২টি বিশেষ ফিক্সড জিপোজিট স্কিম। ওই এফডি স্কিমে পাওয়া যাবে বিশেষ সুবিধা। এর মধ্যে ৫ থেকে ১০ বছরের মেয়াদকালের একটি স্কিম রয়েছে। অপর স্কিমটির মেয়াদকাল ৪০০ দিন। তবে এই স্কিমের সুবিধা সব সময় পাবেন না গ্রাহকরা। যদিও এই স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়িয়েছে এসবিআই। অমৃত কলস ফিক্সড ডিপোজিট […]
নয়াদিল্লি: গ্রাহকদের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এনেছে ২টি বিশেষ ফিক্সড জিপোজিট স্কিম। ওই এফডি স্কিমে পাওয়া যাবে বিশেষ সুবিধা। এর মধ্যে ৫ থেকে ১০ বছরের মেয়াদকালের একটি স্কিম রয়েছে। অপর স্কিমটির মেয়াদকাল ৪০০ দিন। তবে এই স্কিমের সুবিধা সব সময় পাবেন না গ্রাহকরা। যদিও এই স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়িয়েছে এসবিআই। অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা যাবে ১৫ অগস্ট পর্যন্ত। অন্য দিকে ভি-কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
অমৃত কলস এফজডি স্কিমের জন্য সাধারণ গ্রাহকরা পাবেন ৭.১০ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫ শতাংশ। তবে এই সব এফডি স্কিমে বিনিয়োগের অঙ্ক হতে হবে ২ কোটি টাকার কম।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সারা দেশে ২২ হাজারেরও বেশি ব্রাঞ্চ রয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। রয়েছে ৬০ হাজারের বেশি এটিএম মেশিন। ভারতের বাইরেও ৩০ জায়গায় এসবিআই ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকে।