AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukesh Ambani: বিয়ের খরচ দেখেই চমকে যাচ্ছেন? মুকেশ অম্বানীর গাড়ির চালকের বেতন কত জানেন

Mukesh Ambani: রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানীও বেতন হিসেবে টাকা পান মাসে মাসে। ২০০৮-০৯ সালে তাঁর বেতন ছিল বছরে ১৫ কোটি টাকা। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি যে বেতন পেলেন, কোভিডের সময় সেই বেতন তিনি নেননি।

| Updated on: Jul 20, 2024 | 11:43 AM
Share
মুকেশ অম্বানীর ছেলের বিয়ে নিয়ে এখনও চলছে চর্চা। সোশ্যাল মিডিয়ায় হাত ছোঁয়ালেই চোখে পড়ছে বিয়ের নানা অনুষ্ঠানের ছবি। অম্বানী পরিবারের সদস্যদের সাজ থেকে বিয়ের খাওয়া-দাওয়া, সবকিছু নিয়েই রয়েছে কৌতুহল। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির অন্দরমহলে কী হচ্ছে, তার খোঁজ পেতে চান অনেকেই।

মুকেশ অম্বানীর ছেলের বিয়ে নিয়ে এখনও চলছে চর্চা। সোশ্যাল মিডিয়ায় হাত ছোঁয়ালেই চোখে পড়ছে বিয়ের নানা অনুষ্ঠানের ছবি। অম্বানী পরিবারের সদস্যদের সাজ থেকে বিয়ের খাওয়া-দাওয়া, সবকিছু নিয়েই রয়েছে কৌতুহল। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির অন্দরমহলে কী হচ্ছে, তার খোঁজ পেতে চান অনেকেই।

1 / 6
এই বিয়ের অনুষ্ঠানের মাঝেই ভাইরাল হয় একটি গাড়ি, যাতে চেপে অনন্ত অম্বানী বিয়ের আসরে যান। দূর থেকে দেখে মনে হবে যে সোনা দিয়ে মোড়া। এমন একাধিক বিলাসবহুল গাড়ি আছে অম্বানীদের গ্যারাজে।

এই বিয়ের অনুষ্ঠানের মাঝেই ভাইরাল হয় একটি গাড়ি, যাতে চেপে অনন্ত অম্বানী বিয়ের আসরে যান। দূর থেকে দেখে মনে হবে যে সোনা দিয়ে মোড়া। এমন একাধিক বিলাসবহুল গাড়ি আছে অম্বানীদের গ্যারাজে।

2 / 6
অনন্ত অম্বানীর বিয়েতে যে বিপুল খরচ হয়েছে, তার অঙ্ক প্রায় ৫০০০ কোটি টাকা। তবে সেই টাকা অম্বানীর সম্পত্তির তুলনায় কিছুই নয়। হিসেব বলছে, মোট সম্পত্তির তুলনায় ওই ৫০০০ কোটি টাকা হল মাত্র ০.৫ শতাংশ।

অনন্ত অম্বানীর বিয়েতে যে বিপুল খরচ হয়েছে, তার অঙ্ক প্রায় ৫০০০ কোটি টাকা। তবে সেই টাকা অম্বানীর সম্পত্তির তুলনায় কিছুই নয়। হিসেব বলছে, মোট সম্পত্তির তুলনায় ওই ৫০০০ কোটি টাকা হল মাত্র ০.৫ শতাংশ।

3 / 6
বিয়ের অনুষ্ঠানেও একাধিক বিলাসবহুল গাড়ি দেখা গিয়েছে। অতিথিদের আনার জন্যও গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। রোলস রয়েস, বেন্টলে, মার্সিডিজ কী ছিল না সেখানে।

বিয়ের অনুষ্ঠানেও একাধিক বিলাসবহুল গাড়ি দেখা গিয়েছে। অতিথিদের আনার জন্যও গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। রোলস রয়েস, বেন্টলে, মার্সিডিজ কী ছিল না সেখানে।

4 / 6
এই সব বিলাসবহুল গাড়ি যাঁরা চালান, তাঁরা কত টাকা বেতন পান, তা জানতে ইচ্ছুক অনেকেই। ২০১৭ সালে একটি সূত্র থেকে জানা গিয়েছিল, মুকেশ অম্বানীর ব্যক্তিগত গাড়ি চালকের বেতন মাসে প্রায় ২ লক্ষ টাকা। অর্থাৎ বছরে আয় প্রায় ২৪ লক্ষ টাকা। এই কয়েক বছরে সেই বেতন কতটা বেড়েছে, তা কিছুটা হলেও আন্দাজ করা যায়।

এই সব বিলাসবহুল গাড়ি যাঁরা চালান, তাঁরা কত টাকা বেতন পান, তা জানতে ইচ্ছুক অনেকেই। ২০১৭ সালে একটি সূত্র থেকে জানা গিয়েছিল, মুকেশ অম্বানীর ব্যক্তিগত গাড়ি চালকের বেতন মাসে প্রায় ২ লক্ষ টাকা। অর্থাৎ বছরে আয় প্রায় ২৪ লক্ষ টাকা। এই কয়েক বছরে সেই বেতন কতটা বেড়েছে, তা কিছুটা হলেও আন্দাজ করা যায়।

5 / 6
এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানীও বেতন হিসেবে টাকা পান মাসে মাসে। ২০০৮-০৯ সালে তাঁর বেতন ছিল বছরে ১৫ কোটি টাকা। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি যে বেতন পেলেন, কোভিডের সময় সেই বেতন তিনি নেননি।

এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানীও বেতন হিসেবে টাকা পান মাসে মাসে। ২০০৮-০৯ সালে তাঁর বেতন ছিল বছরে ১৫ কোটি টাকা। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি যে বেতন পেলেন, কোভিডের সময় সেই বেতন তিনি নেননি।

6 / 6