Mukesh Ambani: ক্রেতাদের বড় উপহার অম্বানীর, পুরনো পোশাক দিয়ে পাবেন লি কুপার, অ্যালেন সলির জামাকাপড়
Mukesh Ambani: পুরনো ডেনিম, শার্ট, টি-শার্ট বা শিশুদের পোশাক ফ্যাশন ফ্যাক্টরি স্টোরে নিয়ে যেতে পারবেন। বিনিময়ে, কোম্পানি এক্সচেঞ্জ কুপন দেবে। দেখে নিন সেই তালিকা।

নয়া দিল্লি: ব্র্যান্ডেড পোশাক কেনার ক্ষমতা সবার নেই। বেশি দাম দিয়ে কিনতে না পারলেও অনেকেরই ইচ্ছে হয় ব্র্যান্ডেড পোশাক কেনার। এবার এল সেই সুযোগ। খরচও বেশি হবে না, অথচ ওয়াড্রোবে সহজেই রাখতে পারবেন পছন্দের পোশাক। সেই সুযোগ নিয়ে এল রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানীর সংস্থা। একটি বিশেষ অফার দিচ্ছে রিলায়েন্স রিটেইল ফ্যাশন ফ্যাক্টরি। পড়ে থাকা পুরনো জামাকাপড় দিলেই পাওয়া যাবে ব্র্যান্ডেড পোশাক।
মুকেশ অম্বানীর এই সংস্থা এনেছে ‘ফ্যাশন ফ্যাক্টরি এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’। যেখানে ক্রেতারা যে কোনও পুরনো পোশাকের বিনিময়ে পেতে পারবেন নতুন ব্র্যান্ডেড পোশাক। আগামী ২০ জুলাই পর্যন্ত সমস্ত রিলায়েন্স ‘ফ্যাশন ফ্যাক্টরি’ স্টোরে পাওয়া যাচ্ছে এই অফার।
কোন পোশাকের বিনিময়ে, কী অফার পাবেন জেনে নিন
পুরনো ডেনিম, শার্ট, টি-শার্ট বা শিশুদের পোশাক ফ্যাশন ফ্যাক্টরি স্টোরে নিয়ে যেতে পারবেন। বিনিময়ে, কোম্পানি এক্সচেঞ্জ কুপন দেবে। দেখে নিন সেই তালিকা।
ডেনিমের জন্য ৪০০ টাকা পর্যন্ত কুপন দেওয়া হবে।
শার্টের জন্য ২৫০ টাকা পর্যন্ত কুপন দেওয়া হবে।
টি-শার্টের জন্য দেওয়া হবে ২৫০ টাকা পর্যন্ত কুপন।
১০০ টাকা পর্যন্ত কুপন দেওয়া হবে বাচ্চাদের পোশাকের জন্য।
এই এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে ক্রেতারা লি কুপার, জন প্লেয়ার্স, রেমন্ড, পার্ক অ্যাভিনিউ, ক্যানো, পিটার ইংল্যান্ড, অ্যালেন সলি, ভ্যান হউসেন, লুই ফিলিপের মতো জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক কিনতে পারবেন।
