AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: যুদ্ধের ভয় কাটিয়ে আজ অনেকটা বাড়ল নিফটি, সেনসেক্স!

Indian Stock Market: দেশের সেক্টোরিয়াল সূচকগুলোর মধ্যে শুধুমাত্র নিফটি আইটি পড়েছে ৭৯ পয়েন্ট। এ ছাড়া অন্য সব সূচকই বেড়েছে আজ। ৭৬৮ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক সূচক।

Share Market News: যুদ্ধের ভয় কাটিয়ে আজ অনেকটা বাড়ল নিফটি, সেনসেক্স!
| Updated on: Apr 28, 2025 | 7:20 PM
Share

যুদ্ধের উত্তেজনা কাটিয়ে আজ ২৮ এপ্রিল ২৮৯ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০ সূচক। আরও ১,০০৫ পয়েন্ট বেড়েছে দেশের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

দেশের সেক্টোরিয়াল সূচকগুলোর মধ্যে শুধুমাত্র নিফটি আইটি পড়েছে ৭৯ পয়েন্ট। এ ছাড়া অন্য সব সূচকই বেড়েছে আজ। ৭৬৮ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক সূচক। ৯৪৯ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স সূচক। নিফটি মিডক্যাপ ১০০ সূচক বেড়েছে ৮৭০ পয়েন্ট। নিফটি নেক্সট ৫০ সূচক বেড়েছে ৭২৮ পয়েন্ট।

যদিও আজ হালকা নড়ে গিয়েছে চিনা সূচক হ্যাংসেং। ৮ পয়েন্ট পড়েছে এই সূচক। অন্যদিকে, জাপানি সূচক নিক্কেই বেড়েছে ১৩৪ পয়েন্ট।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে জয়সোয়াল নেকো ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও আজ বেড়েছে প্রিমিয়ার এক্সপ্লোসিভস, ওরিয়েন্টাল ট্রিমেক্স, সাউথ ওয়েস্ট পিনাকল এক্সপ্লোরেশন, বার্বিকিউ নেশনের শেয়ার।

আজ পড়ল যারা:

আজ পড়েছে অ্যাসোসিয়েটেড অ্যালকোহল অ্যান্ড ব্রিওয়ারিস, তেজস নেটওয়ার্কস, এসএমএল ইসুজু, আভানতেল লিমিটেড, গ্লোবাল ভেকট্রা হেলিকর্পের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ১৮ টাকা ডিভিডেন্ড দিয়েছে এইচসিএল টেকনোলজিস।
  • আজ চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে ক্যাস্ট্রোল ইন্ডিয়া, আদানি গ্রিন এনার্জি ও গো ডিজিট জেনারেল ইন্সিওরেন্স।
  • আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে ওম্যানকার্ট, ট্যানফ্যাক ইন্ডাস্ট্রিজ, হাটসুন অ্যাগ্রো প্রোডাক্টস, টিভিএস মোটরস কোম্পানি, আল্ট্রাটেক সিমেন্ট, ওবেরয় রিয়েলিটি, নিপ্পন ইন্ডিয়া এএমসি, কেপিআইটি টেক, আইআইএফএল সিকিওরিটিজ, আদিত্য বিড়লা সান লাইফ এএমসি।
  • বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে আইডিবিআই ব্যাঙ্ক, টিভিএস হোল্ডিংস, গ্রিনপ্লাই ইন্ডাস্ট্রিজ, শ্রীরাম এএমসি, আইকো ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পিএনবি হাউসিং ফাইন্যান্স, আদানি টোটাল গ্যাস, আইআরএফসি, ফিনো পেমেন্টস ব্যাঙ্ক।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, বিএসই ও কৃষ্ণা ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস।
  • ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে রামকৃষ্ণ ফোর্জিং।

*২৮ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।