Share Market News: সামান্য বেড়েছে নিফটি, দারুণ রিটার্ন দিচ্ছে স্মলক্যাপ সংস্থাগুলো!
Small Cap Index: অন্যান্য সূচকগুলোর মধ্যে সামান্য বেড়েছে নিফটি টোটাল মার্কেট। যদিও আজ প্রায় ৩৪১ পয়েন্ট বাড়ল বিএসই স্মল ক্যাপ সূচক।

স্বস্তির মধ্যে আবারও কিছুটা হলেও অস্বস্তি। আজ ভারতের অন্যতম বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ সামান্য বাড়লেও, কমেছে আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স।
অন্যান্য সূচকগুলোর মধ্যে সামান্য বেড়েছে নিফটি টোটাল মার্কেট। যদিও আজ প্রায় ৩৪১ পয়েন্ট বাড়ল বিএসই স্মল ক্যাপ সূচক।
এই বাইরে বেশিরভাগ সূচকই আজও পড়েছে। তবে একই সঙ্গে আজ পড়েছে চিনা সূচক হ্যাংসেং, জাপানের সূচক নিক্কেই ও জার্মানির সূচক ড্যাক্স।
আজ বাড়ল যারা:
আজ সামান্য বেড়েছে নিফটি ৫০। যদিও আপার সার্কিট হিট করেনি কোনও সংস্থা। সর্বোচ্চ ১৪.৫৮ শতাংশ বেড়েছে ডেটা প্যাটার্নস সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও বেড়েছে ত্রিবেণী টারবাইন, আইনক্স উইন্ড, শ্যাম মেটালিকস ও সান ফার্মার শেয়ারের দামও।
আজ পড়ল যারা:
আজ সর্বোচ্চ ৪.১৫ শতাংশ পড়েছ কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম। এ ছাড়াও পড়েছে হিতাচি এনার্জি, মহানগর গ্যাস, জোম্যাটো ও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দামও।
বাজারের টুকরো খবর:
- আজ শেয়ার প্রতি ২ টাকা ৭০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে এসবিআই লাইফ ইন্সিওরেন্স।
- শেয়ার প্রতি ১৭ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে মেট্রো ব্র্যান্ডস।
- অন্য দিকে আজ দেশের স্টক মার্কেটে লিস্টেড বৃহত্তম ৫০০টি সংস্থার মধ্যে কেউই ৫২ সপ্তাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ছোঁয়নি।
*৭ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
