AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC-র প্রিমিয়াম দিতে পারছেন না? বিমা বন্ধ না করিয়ে PF অ্যাকাউন্ট থেকে টাকা দিন

LIC Premium: এলআইসি ও ইপিএফ- দুটিই দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। অবসরের পর এই দুই বিনিয়োগই ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করে। যদি আর্থিক সঙ্কটের কারণে আপনি এলআইসির প্রিমিয়াম না দিতে পারেন, তবে আপনি ইপিএফের সেভিং অ্যাকাউন্টের উপরে ভরসা করতে পারেন।

LIC-র প্রিমিয়াম দিতে পারছেন না? বিমা বন্ধ না করিয়ে PF অ্যাকাউন্ট থেকে টাকা দিন
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 8:29 AM
Share

নয়া দিল্লি: আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে অনেকেরই ভরসা জীবন বিমা বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation)। ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এলআইসি(LIC)-র দীর্ঘমেয়াদী বিমা প্রকল্পগুলিই শ্রেয়। কিন্তু অনেক সময়ই বিমাকারী আর্থিক সমস্যায় পড়েন এবং সেই কারণে বিমার প্রিমিয়াম দিতে পারেন না। এই পরিস্থিতিতে অনেকেই বিমা বন্ধ করে দিতে বাধ্য় হন। আপনিও যদি এই ধরনের কোনও সমস্যায় পড়েন, তবে বিমা বন্ধ করবেন না। এর বদলে আপনি নিজের প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ অ্যাকাউন্ট (EPF Account) থেকে এলআইসির প্রিমিয়াম (LIC Premium) দিতে পারবেন।

এলআইসি ও ইপিএফ- দুটিই দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। অবসরের পর এই দুই বিনিয়োগই ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করে। যদি আর্থিক সঙ্কটের কারণে আপনি এলআইসির প্রিমিয়াম না দিতে পারেন, তবে আপনি ইপিএফের সেভিং অ্যাকাউন্টের উপরে ভরসা করতে পারেন।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য এমন এক সুবিধা ব্যবস্থা এনেছে, যা প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স থেকে এলআইসির প্রিমিয়াম দেওয়া যায়। এরজন্য আপনাকে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে এলআইসি পলিসি লিঙ্ক করাতে হবে।

কীভাবে লিঙ্ক করাবেন?

ইপিএফও অফিসে গিয়ে আপনি ফর্ম ১৪ পূরণ করে এলআইসি পলিসি নিজের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে পারেন। ইপিএফ কমিশনারের কাছে আপনাকে আবেদন জানাতে হবে যে পিএফ অ্য়াকাউন্ট থেকে যেন এলআইসি প্রিমিয়াম দেওয়া হয়। এলআইসির বিমা কেনার সময় বা পরেও আপনি ইপিএফের সঙ্গে বিমা লিঙ্ক করাতে পারেন। তবে একটি মাত্র এলআইসির প্রিমিয়ামই ইপিএফ অ্যাকাউন্ট থেকে দেওয়া সম্ভব।

তবে বিশেষজ্ঞদের মতে, ইপিএফ যেহেতু একটি আর্থিক সঞ্চয় প্রকল্প, তাই অবসরের আগে এই ফান্ডে হাত না দেওয়াই শ্রেয়। একান্তই প্রয়োজন না হলে, এলআইসির প্রিমিয়াম ইপিএফ অ্যাকাউন্ট থেকে না দেওয়াই ভাল।