AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan: ভেঙেছে মেরুদণ্ড, ব্যবসা বন্ধ করে দিয়েছে ভারত, এবার কী বেচে খাবে পাকিস্তান?

Pakistan Economic Crisis: বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে ভারত আমদানি বন্ধ করে দেওয়ার পর থেকেই কোমর বেঁধে ক্রেতা খুঁজতে নেমেছে পাকিস্তান। আর এতে তাদের রফতানি ঘাটতি কমানো যাবে কি না, তা নিয়ে চিন্তায় পাকিস্তান।

India-Pakistan: ভেঙেছে মেরুদণ্ড, ব্যবসা বন্ধ করে দিয়েছে ভারত, এবার কী বেচে খাবে পাকিস্তান?
Image Credit: zpagistock/Moment/Getty Images
| Updated on: Jun 22, 2025 | 2:03 PM
Share

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছিল ভারত। আর সেই সিদ্ধান্তের ফসল হিসাবে স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। আর এবার পাকিস্তান থেকে সৈন্ধব লবন বা সন্দক নুন আমদানি বন্ধ করে দিয়েছে ভারত। এতেই চাপে পড়েছে পাকিস্তান।

সন্দক নুনের অন্যতম বড় উৎপাদক হল পাকিস্তান। আর সেই পাকিস্তানের অন্যতম বড় ক্রেতা ছিল ভারতই। আর ভারত সেই নুন কেনা বন্ধ করে দিতেই বিরাট চাপে পড়েছে পড়শি দেশ। এমনিই পাকিস্তানের নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা ছিল। আর এবার নুন বিক্রি করতে না পেরে অর্থাভাবে ধুঁকছে পাকিস্তান।

বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে ভারত আমদানি বন্ধ করে দেওয়ার পর থেকেই কোমর বেঁধে ক্রেতা খুঁজতে নেমেছে পাকিস্তান। আর এতে তাদের রফতানি ঘাটতি কমানো যাবে কি না, তা নিয়ে চিন্তায় পাকিস্তান। যদিও পাকিস্তানের নুন ব্যবসায়ীরা এই নিয়ে খুব বেশি চিন্তিত নয়, জানাচ্ছে তারা।

উল্লেখ্য, পাকিস্তানের পঞ্জাবে অবস্থিত খেওড়া সে দেশের বৃহত্তম লবন খনি। এখানে ৩০টি লবন প্রক্রিয়াকরণ ইউনিটও রয়েছে। ২০২৪ সালে পাকিস্তান মোট ৩ লক্ষ ৫০ হাজার টন রক সল্ট রফতানি করেছিল। যার আনুমানিক মূ্ল্য ১২০ মিলিয়ন ডলার।