AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paytm-কে শিডিউল ব্যাঙ্কের তকমা দিল RBI,বাড়ল শেয়ারের দাম

শেডিউল ব্যাঙ্ক, RBI দ্বারা তৈরি নিয়মের পালন করে। এই ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ দেকে ব্যাঙ্ক রেটে লোন পেতে পারে। তারা নিজেরাই ক্লিয়ারিং হাউজের সদস্যতা আদায় করে নেয়। শিডিউল ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্রথম শ্রেণির ডিসকাউন্ট রিডেম্পশনের সুবিধা পায়।

Paytm-কে শিডিউল ব্যাঙ্কের তকমা দিল RBI,বাড়ল শেয়ারের দাম
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 4:23 PM
Share

নয়া দিল্লি: পেটিএএমের (Paytm) বিনিয়োগকারীদের জন্য খুশির খবর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে (Paytm Payments Bank) শিডিউল পেমেন্টস ব্যাঙ্কের তকমা দিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১৯৩৪ এর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিডিউল পেমেন্টস ব্যাঙ্কের তকমা পাওয়ার পর এখন নতুন ব্যবসার দিকে মনোযোগ দিতে পারবে পেটিএম। এই খবর সামনে আসার পর কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বেড়েছে। বিএসই-তে পেটিএমের শেয়ার ৫.৮৯ শতাংশ বেড়ে ১,৬৪৫ টাকায় পৌঁছেছে।

শিডিউল ব্যাঙ্কের তকমা পাওয়ায় ফায়দা কী

রিপোর্ট অনুযায়ী, এই কোম্পানি একটি বয়ানে জানিয়েছে, ব্যাঙ্ক এখন সরকার আর অন্য বড় ব্যবসায়িক অ্যাসোসিয়েশন দ্বারা জারি রিকোয়েস্ট অব প্রোপোজাল (RFP)-এ অংশ নিতে পারবে। এছাড়াও তারা প্রাইমারি অকশনেও শামিল হতে পারবে। আরবিআই সেপ্টেম্বরেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আর অক্টোবরে তারা এর নির্দেশিকাও জারি করে দিয়েছিল। তবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের তরফে আজ এর ঘোষণা করা হয়।

শুধু তাই নয়,পেটিএম এখন ফিক্সড রেট আর ভ্যারিয়েবল রেপো রেট আর রিভার্স রেপো রেটেও অংশীদার হতে পারবে। সেই সঙ্গে, তারা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি-তেও (Marginal Standing Facility) অংশীদার হতে পারবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাঙ্ক এখন সরকার দ্বারা পরিচালিত ফাইনান্সিয়াল এনক্লোজার স্কিমে অংশ নেওয়ারও যোগ্য হবে।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের এমডি এবং সিইও সতীশ কুমার গুপ্ত বলেছেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন, ১৯৩৪ এর দ্বিতীয় সূচিতে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে শামিল করায় আমরা আরও বেশি উদ্ভাবন করতে সাহায্য পাব আর ভারতে বঞ্চিত আর পরিষেবা না পাওয়া জনসংখ্যার জন্য আরও বেশি আর্থিক পরিষেবা আর পণ্য আনতে সহায়তা দেবে।

শেডিউল ব্যাঙ্ক পায় এই সুবিধা

শেডিউল ব্যাঙ্ক, RBI দ্বারা তৈরি নিয়মের পালন করে। এই ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ দেকে ব্যাঙ্ক রেটে লোন পেতে পারে। তারা নিজেরাই ক্লিয়ারিং হাউজের সদস্যতা আদায় করে নেয়। শিডিউল ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্রথম শ্রেণির ডিসকাউন্ট রিডেম্পশনের সুবিধা পায়।

আরবিআইয়ের কাছ থেকে প্রতিদিন ব্যাঙ্কিংয়ের গতিবিধির জন্য শেডিউল ব্যাঙ্কগুলি ঋণ নেওয়ার অনুমতি পেয়ে থাকে। তালিকাভুক্ত ব্যাঙ্কগুলির সিআরআরের অর্থ আরবিআইয়ের কাছে জমা করা জরুরী। তালিকাভুক্ত ব্যাঙ্কগুলি আমানতকারীর স্বার্থেরও যত্ন নেয়।

প্রসঙ্গত, জানুয়ারি ২০১৭-য় পেটিএম নিজেদের পেমেন্ট ব্যাঙ্ক লঞ্চ করার অনুমতি পেয়েছিল। কোম্পানির বয়ান অনুযায়ী, ৩১ মার্চ ২০২১ পর্যন্ত পেমেন্ট ব্যাঙ্কের কাছে ৬.৪ কোটিরও বেশি সেভিংস অ্যাকাউন্ট ছিল আর সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, অংশীদারী ব্যাঙ্কগুলির সঙ্গে ফিক্সড ডিপোজিট আর ওয়ালেটে ব্যালেন্স সহ ৫২০০ কোটি টাকারও বেশি জমা ছিল।

আরও পড়ুন: Kishan Rail: ১৫ মাসে চালানো হয়েছে ১৬৪২টি কিষাণ রেল, রেলের আয় ২২০ কোটি টাকা