Pegatron: কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর ভারতে আইফোনের অ্যাসেম্বল বন্ধ করল পেগাট্রন
আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের কোনও কারখানা নেই ভারতে। আইফোনের কোনও যন্ত্রাংশ তৈরি হয় না ভারতে। কিন্তু চেন্নাইয়ে পেগাট্রনের ওই কারখানায় আইফোন অ্যাসেম্বল করা হত। সেই কারখানাও বন্ধ করে দেওয়া হল। যদিও এই কারখানায় সাময়িকভাবে বন্ধ করা হল, না পুরোপুরি বন্ধ করা হল সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

চেন্নাই: ভারতে অ্যাপল ফোন অ্যাসেম্বলের কাজ করে পেগাট্রন নামের একটি সংস্থা। তামিলনাড়ুতে পেগাট্রনের একটি কারখানা থেকেই আইফোন অ্যাসেম্বলের কাজ চলত। সেই কারখানায় গত ২৪ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সেই কারখানা বন্ধ করার কথা ঘোষণা করল পেগাট্রন। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের জেরে ওই কারখানায় আগুন লেগেছিল। একটি সুইচ খোলা থাকার জেরেই এই বিপত্তি ঘটেছিল। জানা গিয়েছে, সেখানকার কর্মীদের গাফিলতির জেরেই আগুন লাগার ঘটনা ঘটে।
আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের কোনও কারখানা নেই ভারতে। আইফোনের কোনও যন্ত্রাংশ তৈরি হয় না ভারতে। কিন্তু চেন্নাইয়ে পেগাট্রনের ওই কারখানায় আইফোন অ্যাসেম্বল করা হত। সেই কারখানাও বন্ধ করে দেওয়া হল। যদিও এই কারখানায় সাময়িকভাবে বন্ধ করা হল, না পুরোপুরি বন্ধ করা হল সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে ওই কারখানায় উৎপাদন বন্ধের কথা বুধবার জানিয়েছে পেগাট্রন।
কী ভাবে পেগাট্রনের ওই কারখানায় আগুন লেগেছিল তা তামিলনাড়ুর এক সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, ২৩ সেপ্টম্বর প্রায় ৭০টি আইফোনের অ্যাসেম্বলের কাজ হয়েছিল। সেই কারখানার বিভিন্ন ডিভাইসে চার্জ দেওয়া হয়। সফ্টওয়্যার ইনস্টলের আগে ৫০ শতাংশ চার্জ দিয়ে নেওয়া হয়। কিন্তু ২৩ সেপ্টেম্বর রাতে একটি রেকের চার্জিং সুইচ বন্ধ করতে ভুলে গিয়েছিলেন কারখানার কর্মীরা। এর জেরেই ক্রমাগত চার্জে তা গরম হয়ে গিয়েছিল, তা থেকেই আগুন লেগে যায়। তবে এই অগ্নিকাণ্ডের জেরে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে সে ব্যাপারে ওই সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু এই ঘটনার পর কারখানার ঝাঁপ নেমে যাওয়া নিঃসন্দেহে ভারতের উৎপাদন ক্ষেত্রে চিন্তা বাড়ানোর মতো ঘটনা।
