উপার্জন করেন লক্ষ লক্ষ টাকা, তাও দেউলিয়া হওয়ার মুখে ৫০ শতাংশ ভারতীয়! আপনি নেই তো তালিকায়?
Personal Finance: ৫০ শতাংশ মানুষের উপর বাবা-মা, স্ত্রী ও সন্তানের দায়িত্ব থাকায় তাঁদের হাতে সঞ্চয়ের জন্য একটা টাকাও থাকে না। তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনই চলে ক্রেডিট কার্ডে।

আমাদের দেশের বেশিরভাগ মানুষের অর্থনৈতিক সচেতনতা প্রায় নেই বললেই চলে। ফলে লক্ষ লক্ষ টাকা বেতনের চাকরি করেও অনেকেই মাস শেষ হওয়ার আগেই সমস্ত টাকা খরচ করে ফেলেন। আর এর পরই ইউগভের (YouGov) একটি সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ইউগভের সঙ্গে যৌথভাবে এডলোয়েসেস লাইফের এই সমীক্ষা যা জানিয়েছে, তাতে আঁততে উঠবেন আপনি। ১২টি শহরের ৩৫ থেকে ৫৪ বছর বয়সী ৪ হাজারের বেশি মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে কোনও রকম পরিকল্পনা ছাড়াই বিশৃঙ্খলভাবে জীবন চালাচ্ছেন তাঁরা। যদিও এটা বলা যায় তাঁরা জীবনে একরকম ফেঁসে রয়েছেন। সমীক্ষা বলছে, তাঁদের ঘাড়ে রয়েছে তাঁদের বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব, সন্তানদের দায়িত্বও। সমীক্ষা এও বলছে যে, এই ব্যক্তিরা মনে করেন, তাঁরা যা সঞ্চয় করেন তা তাঁদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য একেবারেই পর্যাপ্ত নয়।
এই সমীক্ষায় জানা গিয়েছে, ৫০ শতাংশ মানুষের উপর বাবা-মা, স্ত্রী ও সন্তানের দায়িত্ব থাকায় তাঁদের হাতে সঞ্চয়ের জন্য একটা টাকাও থাকে না। তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনই চলে ক্রেডিট কার্ডে। আর তাঁদের যা আয় তাই ব্যয়ের খাতায় চলে যায়। জানা গিয়েছে, স্বাস্থ্য পরিষেবা বা শিক্ষার জন্য ঋণে জর্জরিত এই ব্যক্তিরা। আবার অনেকেই ঋণ নিয়েছেন ছুটি কাটানো বা ঘুরিতে যাওয়া বা বাড়ি মেরামতির জন্য।
আর এই জেনারেশনকে ‘স্যান্ডউইচ’ বলেছেন এডলোয়েসেস লাইফের এমডি ও সিইও সুমিত রাই। তিনি বলছেন, “এই জেনারেশন একদিকে বাবা-মা ও স্ত্রী-সন্তানের দায়িত্ব নিয়েছেন, যত্ন নিচ্ছেন। আর এইভাবে তাঁরা একটি লুপের মধ্যে পড়ে গিয়েছেন।”
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
